Follow Satkahan Plus at Google News
গুগল নিউজে আমাদের পড়ুন


সাতকাহন প্লাস নিউজ ডেস্ক: আগামীকাল বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেতা আদৃত রায়
(Adrit Roy)। সহকর্মী-বন্ধু-প্রেমিকা কৌশাম্বি চক্রবর্তীর (Kaushambi Chakraborty) সঙ্গে ছাদনাতলায় যেতে চলেছেন নায়ক। তারকা জুটিকে একসঙ্গে দেখতে দিবারাত্র অপেক্ষা করছেন অনুরাগীরা। আদৃতর বর্তমান নিয়ে যখন চারিদিক তোলপাড়, ঠিক তখনই মাথাচাড়া দিয়ে উঠছে তাঁর প্রাক্তন প্রেমিকার কথা। মাখোমাখো প্রেমের পর বিয়ে ঠিক হয়ে গিয়েছিল দুজনের। তবুও শেষ মুহূর্তে ভাঙে বিয়ে। আদৃতর প্রাক্তনকে চেনেন না অনেকেই।

মিঠাই ও আদৃত রায়

টলিউডের হার্টথ্রব তিনি। শত শত মহিলা অনুরাগী তাঁর। মিষ্টিমুখেই ‘উচ্ছেবাবু’ বঙ্গ তরুণীদের ক্রাশ। ‌’মিঠাই’ ধারাবাহিকে অভিনয়ের পর পরিচিত নায়ক আকর্ষণের কেন্দ্রবিন্দু হন। এই ধারাবাহিক থেকেই কৌশাম্বির সঙ্গে বন্ধুত্ব শুরু হয় আদৃতর। পর্দায় তাঁরা দিদি ও ভাই। ‌’মিঠাই’-তে দিদিয়ার চরিত্রে অভিনয় করতেন কৌশাম্বি। প্রধান চরিত্রে ছিলেন সৌমিতৃষা কুন্ডু।‌ অনেকেই ভেবেছিলেন হয়তো নায়িকার সঙ্গে এই সম্পর্কে জড়াবেন আদৃত। তবে শেষ মুহূর্তের সব আশায় জল ঢেলে কৌশাম্বীকে আপন করে নেন ‘উচ্ছেবাবু’।‌

অনেকেই বলেন, সাধারণত যেমন হয় ‘মিঠাই’ ধারাবাহিকের সেটে আদৃত ও সৌমিতৃষার মধ্যে সম্পর্ক ভালো ছিল। ‌তবে ধারাবাহিক শেষ হতে কোথায় যেন হারিয়ে গেল সেই সম্পর্ক। তবে এর মাঝে আদৃতর প্রাক্তন প্রেমিকার নাম উঁকিঝুঁকি মারে। সোশ্যাল মিডিয়ার ভাইরাল হওয়া একটি ছবি থেকে আদৃতর প্রেমিকা সম্পর্কে অবগত হয়েছিলেন সবাই। যে ছবিতে আদৃতর গা ঘেঁষে দাঁড়িয়েছিলেন এই সুন্দরী। অভিনেত্রী অনামিকা এবং উদয় প্রতাপ সিং-এর পাশে দাঁড়িয়ে আদৃত এবং সুপ্রিয়ার ছবিটিতে অনামিকা লিখেছিলেন, “মাই এক্সটেন্ডেড ফ্যামিলি, থ্যাঙ্কস ফর মেকিং মাই বার্থ ডে সো স্পেশাল”। সে সময় এই ছবি ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়।

আরো পড়ুন  Zee Bangla: ধোঁয়া ধোঁয়া! দিদি নাম্বার ওয়ান ও দাদাগিরির শ্যুটিং সেটে ভয়াবহ আগুন! পুড়ে ছাই হয়ে গেল দুটি মেকআপ ভ্যান

আদৃতর অতীত প্রিয়া ‘সুপ্রিয়া’

অতীতে বিয়ে ঠিক হয়েও ভেঙে যায় মিঠাই মেগার নায়কের। ১০ বছরের পুরনো প্রেম ভেঙ্গে গিয়েছিল তাঁর। অতীতে যার সঙ্গে নায়ক সম্পর্কে জড়িয়ে ছিলেন তাঁর নাম, সুপ্রিয়া মন্ডল। যদিও সুন্দরীর সরাসরি অভিনয় জগতের সঙ্গে যোগ ছিল না। অভিনেত্রী অনামিকা চক্রবর্তী ও অভিনেতা উদয় প্রতাপের সঙ্গে সুপ্রিয়া এবং আদৃতর ছবি ভাইরাল হয়ে যায়। ‌আর তখনই সামনে আসে পুরনো পরিচয়।

তবে সেই প্রেম কিন্তু বাস্তবে টেকেনি। সুপ্রিয়ার সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় আদৃতর। ঠিক কোন কারণে ‌এই সম্পর্কের ইতি হয়েছিল তা কেউ জানেনা। এমনকি এও জানা যায় দুজনের বিয়ে ঠিক হয়ে গিয়েছিল। তাও শেষমেষ ভেঙে যায় বিয়ে। ‌আদৃতর প্রাক্তন এখন বিবাহিত। আগামীকাল কৌশাম্বীকে বিয়ে করতে চলেছেন তিনি।‌ অনুরাগীদের রাশি রাশি শুভকামনা প্রিয় নায়কের জন্য।

বিনোদন, টেলিভিশন, লাইফস্টাইল, ট্রাভেল, ব্যবসা, টেকনোলজি, শিক্ষা, কর্মসংস্থান সংক্রান্ত আরও খবর পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।