সাতকাহন প্লাস নিউজ ডেস্ক: অক্ষয় তৃতীয়াকে (Akshaya Tritiya) বৈশাখ মাসের পুণ্যতিথি রূপে পালন করা হয়। এই দিন লক্ষ্মী-গণেশের পুজো করে অক্ষয় কামনা করেন মানুষ। এই শুভ দিনটি নতুন কোনো কাজ করা, নতুন বাহন কেনা, কেনা-বেচা অথবা বিয়ের মতো আচার-অনুষ্ঠান করার জন্য সর্বশ্রেষ্ঠ সময় হিসেবে মনে করা হয়। অক্ষয় তৃতীয়া নিয়ে আমাদের শাস্ত্রে বিশেষ ভাবে উল্লেখ রয়েছে। কথিত আছে, এই দিন অন্ন, বস্ত্র, স্বর্ণ ও জল দান করলে অক্ষয় ফল মেলে। সেই কারণেই দিনটিকে ‘অক্ষয় তৃতীয়া’ বলা হয়। চলতি বছর ১০ মে ২০২৪ ‘অক্ষয় তৃতীয়ার’ পূণ্য তিথি পড়েছে। এই দিন কিছু নিয়ম কানুন মানলে তা অত্যন্ত শুভ ফল প্রদান করবে।
অক্ষয় তৃতীয়ার দিনটিতে বিভিন্ন বস্তু কেনার চল রয়েছে। অনেকেই এই দিনটিকে কেনাকাটার জন্য শুভ দিন বলে মনে করেন। কেনাকাটার আগে জানতে হবে, এই দিনে কোন কোন বস্তু কেনা শুভ আর কোন কোন বস্তুকে কেনা অশুভ প্রকোপ নিয়ে আসে। এই দিন নির্দিষ্ট কিছু বস্তু কিনলে অত্যন্ত শুভ হবে। আর এই নির্দিষ্ট বস্তুগুলি এই দিন কেনাকাটা থেকে অবশ্যই এড়িয়ে চলতে হবে।
(১) অক্ষয় তৃতীয়ার দিন কোন কোন বস্তু কেনা শুভ?
i) সোনা ও রুপো কেনা
অক্ষয় তৃতীয়ার দিন সোনা কেনা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। অনেকেই সৌভাগ্য লাভের আশায়
সোনার দোকান গুলিতে ভিড় করেন। নতুন সোনা কিনে ঘরে তোলেন। বর্তমানে সোনার দাম কিছুটা কম রয়েছে। আপনিও চাইলে এই দিন সোনা কিনে বাড়িতে আনতে পারেন। আপনার ও আপনার পরিবারের জন্য সেটি অত্যন্ত শুভ হবে। সোনার পাশাপাশি রূপো ক্রয় করতে পারেন। এই দিন কোন মূল্যবান ধাতু কেনা অক্ষয় ফল প্রদান করে।
ii) যানবাহন কেনা
অনেকেই বাহন ক্রয়ের জন্য অক্ষয় তৃতীয়ার দিন টিকে বেছে রাখেন। এই দিন বাহন কেন অত্যন্ত শুভ। দুই চাকার বাহন হোক কি চার চাকার বাহন নতুন যানবাহন কিনে বাড়িতে নিয়ে আসলে তা আপনার ও পরিবারের জন্য শুভ হবে।
iii) নতুন গৃহ ক্রয়
এই দিন নতুন দোকান কিংবা গৃহ ক্রয়ের জন্য সবচেয়ে শুভ বলে বিবেচিত হয়। অনেকেই এই দিনে গৃহপ্রবেশ করেন। আবার অনেকেই নিজের নতুন দোকান কিংবা গৃহের জন্য রেজিস্ট্রি সম্পন্ন করেন। ‘অক্ষয় তৃতীয়া’ দিনটি এতটাই শুভ যে, এই দিনে কোন কাজ করলে শুভ ফল পাওয়া যায়।
(২) অক্ষয় তৃতীয়ার দিন কোন জিনিসগুলি কিনবেন না?
i) ধারালো জিনিস
অক্ষয় তৃতীয়ার দিনটি অত্যন্ত শুভ। এই দিনে কোন ধারালো জিনিস কেনা মোটেই উচিত নয়। যেমন ছুরি, কাঁচি, সূচ জাতীয় জিনিস কখনোই কিনবেন না। সাফল্য হাতছাড়া হয়, পরিবারের ঋণাত্মক শক্তি ছড়িয়ে পড়ে, পারিবারিক সম্পর্কে ফাটল ধরতে পারে।
ii) অ্যালুমিনিয়ামের জিনিস
অনেকেই আজকের দিনে বাসন কেনা শুভ বলে মনে করেন। বাসন কিনতে গিয়ে ভুল করেও যেন অ্যালুমিনিয়ামের জিনিস কিনে ফেলবেন না। এই কাজ করলে তা অশুভ ফল প্রদান করবে। আর্থিক সংকটের মুখে পড়তে পারেন।
iii) কালো কাপড় অথবা দ্রব্য
সাধারণত কালো রং টিকে অশুভ বলে গণ্য করা হয়। তাই এই দিনে কালো কাপড় অথবা দ্রব্য ক্রয় না করাই ভালো। এতে গ্রহের অশুভ প্রভাব পড়তে পারে। এই দিন পরিহিত জামা কাপড়েও কালো রং না থাকা ভালো।
iv) প্লাস্টিক পণ্য
অক্ষয় তৃতীয়ার দিন প্লাস্টিকের সামগ্রী কিনবেন না। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এতে সংসারে দারিদ্র দেখা দিতে পারে। তাই প্লাস্টিকের জিনিস কিনা এড়িয়ে চলুন আজকের দিনে।
বিনোদন, টেলিভিশন, লাইফস্টাইল, ট্রাভেল, ব্যবসা, টেকনোলজি, শিক্ষা, কর্মসংস্থান সংক্রান্ত আরও খবর পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।