সাতকাহন প্লাস নিউজ ডেস্ক: সপ্তাহান্তে লম্বা ছুটি। বাঙালির মন কিন্তু ঘরে থাকতে নারাজ। দু-এক দিনের ছুটি (Weekend) পেলেই ঘুরতে যেতে মন আনচান করে ওঠে। কিন্তু ঘুরতে যাওয়া মানেই টাকার খরচ। আর খরচের কথা চিন্তা করেই পিছু হটেন অনেকে। কিন্তু যদি মাত্র ২৫০ টাকা দিয়েই ঘুরে আসা যায়? অবাক হচ্ছেন? ঘুরতে যাওয়ার (Weekend Tourism) একটি সেরা ঠিকানা রয়েছে আমাদের এই পশ্চিমবঙ্গেই (West Bengal Tourism)। প্রকৃতির (Nature) কোল ঘেঁষে থাকতে পারবেন, উপভোগ করতে পারবেন প্রাকৃতিক সৌন্দর্য। যার খরচ মাত্র ২৫০ টাকা। আজ্ঞে হ্যাঁ, এমনই এক সুব্যবস্থা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গের-ই (West Bengal offbeat) পছন্দের এক ঘুরতে যাওয়ার ঠিকানায়। আমাদের প্রিয় উত্তরবঙ্গের (North Bengal) ডুয়ার্স (Dooars)।
ঘুরতে যেতে ভালবাসেন সবাই। কিন্তু পকেটের টানের কথা চিন্তা করে ঘুরতে যাওয়া ক্যান্সেল করতে হয়। কিন্তু আপনি যদি প্রকৃতির কোলে থাকতে ভালোবাসেন, আর ভালবাসেন দু-এক দিন নিরিবিলিতে কাটাতে তাহলে আপনার ঠিকানা হোক উত্তরবঙ্গের ডুয়ার্স। তিস্তা পাড়ের এই অঞ্চলে প্রতিবছর ভিড় জমান অসংখ্য পর্যটক। ডুয়ার্সের প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করে সবাইকেই। সবুজের সান্নিধ্য, পাহাড়ের ইতিউতি উঁকিঝুকি, মৃদু ছন্দে যাওয়া নদী, বন্যপ্রাণ সৌন্দর্য। সব মিলিয়ে ডুয়ার্স যেন উত্তরবঙ্গের রানী। সেই ডুয়ার্সের কোলেই রয়েছে মাত্র ২৫০ টাকায় রাত্রীবাসের সুযোগ।
বাঙালিরা তো বটেই, দেশ ও বিদেশ থেকেও বহু পর্যটক ডুয়ার্স করতে আসেন। ফলে ডুয়ার্সের ভ্রমণ শিল্প যথেষ্ট উন্নত। ডুয়ার্সে আসলেও অনেকে জানেন না ডুয়ার্সের কাছাকাছি রয়েছে অফবিট টুরিস্ট স্পট। ডুয়ার্স থেকে ঢিল ছোঁড়া দূরত্বে অবস্থিত দুর্দান্ত একটি টুরিস্ট ডেস্টিনেশন হলো টিয়াবন। নাম শুনেই বুঝতে পারছেন, এখানে রোজ উপস্থিত হয় ঝাঁকে ঝাঁকে টিয়া। নিবিড় প্রকৃতির সঙ্গে মিশে যায় তাঁদের সবুজ রঙের ডানা। সন্ধ্যা হলেই টিয়ার কোলাহলে মুখরিত হয়ে ওঠে এলাকা। আর সেখানেই রয়েছে মাত্র ২৫০ টাকায় থাকার সুযোগ।
টিয়াবনের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে রয়েছে সরকারি যুব আবাস। যেখানে থাকতে হলে পকেটে মাত্র ২৫০ টাকা থাকলেই কেল্লাফতে। ডুয়ার্সের এই অফবিট টুরিস্ট স্পটে টিয়ার আধিপত্য চোখে পড়ে। এই অঞ্চলের টুরিস্ট আনাগোনা বাড়াতে তাই হাল ধরেছে সরকার। টিয়াবনের সরকারি যুব আবাসে রয়েছে সবরকম সুযোগ -সুবিধা। থাকা-খাওয়ার কোন অসুবিধাই নেই। উল্টে এখানে এক দুই রাত স্টে করে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে উত্তরবঙ্গের আশপাশ থেকে ঘুরে আসতে পারবেন। বলাই বাহুল্য এই অঞ্চল সকলের মন ভালো করবেই। তাহলে আর দেরি না করে আপনার ঘুরতে যাওয়ার তালিকায় যুক্ত হোক ডুয়ার্সের টিয়াবন।
টিয়াবনের সরকারি আবাসে রয়েছে খাওয়ার সুব্যবস্থা, ফ্রি ওয়াইফাই সহ একাধিক সুযোগ-সুবিধা। টিয়াবন শুধু প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ করবে তা নয়। বরং এখানে রয়েছে অ্যাডভেঞ্চারস স্পোর্টস এর ব্যবস্থা। রয়েছে রক ক্লাইম্বিং, ট্রি ক্লাইম্বিং, ট্রেকিং, অ্যাঙ্গেলিং, উপভোগ করার দারুন সুযোগ। টিয়াবনের কাছেই রয়েছে গরুমারা, চাপড়ামারি, চালসা ভিউ পয়েন্ট সহ বহু টুরিস্ট স্পট। অর্থাৎ এবার ডুয়ার্সে ঘুরতে যাওয়ার সাধ্যের মধ্যে। তাহলে আর দেরি কিসের, সপ্তাহান্ত ছুটি পেলেই এবার এক ছুটে চলে যান ডুয়ার্স। মধ্যবিত্ত সাধ্যের মধ্যেই ধরা দেবে উত্তরবঙ্গের অপার প্রাকৃতিক সৌন্দর্য।
বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।