Follow Satkahan Plus at Google News
গুগল নিউজে আমাদের পড়ুন


সাতকাহন প্লাস নিউজ ডেস্ক: দিনের বেলা প্রবল উত্তাপে নাজেহাল পশ্চিমবঙ্গ (West Bengal Weather)। দিনে দুপুরে চৈত্রের বাজারে কার্যত গ্রীষ্ম মরশুম (Summer In WB)। গরমের হাত থেকে বাঁচতে বৃষ্টি চাইছে বঙ্গবাসী। সন্ধ্যার দিকে হাওয়া বদল হতে কালবৈশাখী ঝড় সাময়িক স্বস্তি দিচ্ছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, তাপপ্রবাহ চলবে বাংলার জেলায় জেলায়। অত্যাধিক গরমের কারণে গ্রীষ্মবকাশ ঘোষণা করেছে স্কুলগুলি। মর্নিং স্কুলে ক্লাস হচ্ছে প্রাইমারি স্টুডেন্টদের। তবে এরই মধ্যে ঘূর্ণাবর্তের মেজাজে বাংলা (West Bengal Weather Update)। ঘূর্ণাবর্ত্যের প্রভাবে‌ আগামী ৭ দিন ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর (West Bengal Rain Forecast)।

তাপপ্রবাহ পরিস্থিতি বাংলায়!

পশ্চিমবঙ্গের তাপপ্রবাহের সর্তকতা জারি হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে।‌ উষ্ণতার দৌরাত্ম টের পাচ্ছেন বঙ্গবাসী। চৈত্রের শুরুতে যদি আবহাওয়া পরিস্থিতি এই ধরনের হয়, তাহলে বৈশাখ জ্যৈষ্ঠতে উষ্ণতার পারদ কোথায় চড়বে তা নিয়ে রীতিমত ভয় পাচ্ছেন সকলেই। সতর্কতা অবলম্বন করেই চলছে স্কুল কলেজ অফিসের পথে রওনা দেওয়া। ইতোমধ্যে ঘূর্ণাবর্ত পরিস্থিতি বাংলার উপর ঝড় বৃষ্টির প্রকোপ আনতে চলেছে। ঘূর্ণাবর্তের প্রভাবে কোন কোন জেলায় বৃষ্টি হতে চলেছে? আসুন জেনে নেওয়া যাক।

ভারতের উপর ঘূর্ণাবর্ত রেখা

আবহাওয়া দপ্তর বলছে, বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই ঘূর্ণবাতের অক্ষরেখা বিস্তৃত রয়েছে দক্ষিণ-পূর্ব অরুণাচল প্রদেশ পর্যন্ত। বঙ্গোপসাগর থেকে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি তে প্রবেশ করছে প্রচুর জলীয় বাষ্প। এর ফলে উত্তর-পূর্ব ভারতে আগামী বেশ কয়েকদিন বৃষ্টির পরিস্থিতি চলবে বলে আবহাওয়া রিপোর্ট বলছে। ভারতীয় মৌসুম ভবনের তরফে খবর, বৃষ্টি হতে পারে সিকিমেও। উত্তর ভারত, সিকিমের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির সর্তকতা জারি করেছে হাওয়া অফিস।

আরো পড়ুন  Howrah Bridge: প্রতিদিন রাত বারোটায় বন্ধ রাখা হয় হাওড়া ব্রিজ! কেন? আসল সত্যিটা জানলে চোখ কপালে উঠবে আপনারও

ঘূর্ণাবর্তের প্রভাবে সপ্তাহ জুড়ে বৃষ্টি!

আবহাওয়া রিপোর্ট থেকে জানা যাচ্ছে, হিমালয়ের পাদদেশীয় জেলাগুলিতে আগামী সাতদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। বৃহস্পতি থেকে শনিবার বজ্রবিদ্যুৎ -সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টিতে ভিজবে উত্তর-পূর্ব ভারতের রাজ্য যেমন মেঘালয়, মনিপুর, নাগাল্যান্ড, অসম, ও অরুণাচল প্রদেশ। কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বলেও জানা যাচ্ছে।

পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি?

ঘূর্ণাবর্তের প্রভাব পড়বে আমাদের পশ্চিমবঙ্গেও। উত্তরবঙ্গের চারটি জেলা- কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে। ইতোমধ্যে এই চার জেলায় হলুদ সর্তকতা জারি করেছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। উল্লেখিত চার জেলা ছাড়াও আলিপুরদুয়ার, কোচবিহার, এবং উত্তর দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সর্তকতা জারি হয়েছে। সব মিলিয়ে ঘূর্ণাবর্তায় প্রভাব পড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে একটানা বৃষ্টির খবর পাওয়া যায়নি।

দক্ষিণবঙ্গের খবর কী?

হাওয়া অফিস সূত্রে খবর, আপাতত দক্ষিণবঙ্গে তাপ-প্রবাহের পরিস্থিতি চলবে। দক্ষিণবঙ্গের ৯ জেলায় তাপপ্রবাহের সর্তকতা জারি হয়েছে। বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া ঝাড়্গ্রাম, দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে তীব্র দাবদাহের আভাস মিলছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতেও গ্রীষ্মের চোখ রাঙানি চলবে। তবে সপ্তাহ আনতে ঝড়-বৃষ্টি হতে পারে।

বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।