Follow Satkahan Plus at Google News
গুগল নিউজে আমাদের পড়ুন


সাতকাহন প্লাস নিউজ ডেস্ক: টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রির পরিচিত মুখ অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। অনেক ছোট বয়স‌ থেকে অভিনয় করে নিজের জায়গা পাকা করেছেন অভিনেত্রী। কাজ করেছেন বিভিন্ন ধারাবাহিক ও সিনেমায়। পর্দায় তার সাবলীল অভিনয় দেখে প্রশংসা করেছেন দর্শকরা। এহেন দিতিপ্রিয়া (Ditipriya Roy) এবার তুমুল কটাক্ষের শিকার। ঈদের দিনে ছবি পোস্ট করে বিপাকে পড়েছেন অভিনেত্রী। সমাজ মাধ্যম কার্যত ধুইয়ে দিল তাঁকে। শেষমেষ কমেন্ট বক্স অফ করলেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)।

অভিনেতা-অভিনেত্রীদের দৈনন্দিন জীবনযাপনে সবসময়ই কড়া নজর থাকে নেটিজেনদের। পান থেকে চুন খসলেই বিপদ। সমাজমাধ্যমের পাতায় কটাক্ষের শিকার হতে হবে তাঁকে। এর আগে বহু বার খবরের হেডলাইন হয়েছেন দিতিপ্রিয়া। তার ব্যক্তিগত জীবনে বিশেষ করে নজর থাকে সবার। সম্প্রতি তাকে নিয়ে নতুন গুঞ্জন ঘনীভূত হচ্ছে। প্রেমের সম্পর্কে যুক্ত হয়েছেন অভিনেত্রী। সর্ব সমক্ষে। সিলমোহর দিয়েছেন প্রেমের সম্পর্কে। তবে ব্যক্তিগত জীবন ছাপিয়ে সোশ্যাল মিডিয়ার পাতা তাকে কটাক্ষের শিকার করল।

গতকাল ছিল ঈদ। উৎসবে মেতে উঠেছিলেন গোটা দেশের মানুষ। জাতি ধর্ম নির্বিশেষে অনেকে ভিন্ন ধর্মের এই উৎসবে আনন্দ করেছেন। সেই তালিকায় রয়েছেন অভিনেত্রী দিতিপ্রিয়া। তিনি ধর্মবিচার উপেক্ষা করে ছবি শেয়ার করেছেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায়। হিজাব পরে ‘ঈদ মোবারক’ লিখেছিলেন অভিনেত্রী। হিন্দু ধর্মের অভিনেত্রীর মুসলিম সাজ দেখে কার্যত তুলকালাম বাধে কমেন্ট বক্সে। তেড়ে আসেন নেটিজেনেরা।

আরো পড়ুন  Manasi Sinha: সাদা পাতায় অটোগ্রাফ নিয়ে ২৬ লক্ষ টাকার প্রতারণা! ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরলেন অভিনেত্রী মানসী সিনহা

সরাসরি অভিনেত্রীকে কটাক্ষে বিদ্ধ করলেন তাঁরা। কেউ কেউ তো বলেই বসলেন অভিনেত্রীর প্রেমিক ‘মুসলিম ধর্মের নাকি’! একজন লিখলেন, “শুনলাম আপনি তো প্রেম করছেন, আপনার প্রেমিক বুঝি মুসলিম?” আবার অন্য কেউ কেউ সরাসরি আনফলো করে দেওয়ার হুমকি দিলেন দিতিপ্রিয়াকে। এছাড়াও বিভিন্ন ধরনের মন্তব্য ভিড় করতে থাকে দিতিপ্রিয়ার ছবির কমেন্ট বক্সে। যদিও কোনও মন্তব্যের সরাসরি উত্তর দেননি অভিনেত্রী। বদলে ‌বন্ধ করে দিয়েছেন কমেন্ট বক্স।

আসলে কর্মসূত্রে দেশের বিভিন্ন জায়গায় ঘুরতে হয় অভিনেত্রীকে। খুব সম্ভবত এই ছবিটি কাশ্মীরে ঘুরতে গিয়ে তোলা। ছবিটিতে সেই বিবরণ রয়েছে। তবে নেটিজেনেদের প্রধান আপত্তি হিন্দু অভিনেত্রী কেন নিজের সংস্কৃতিকে বিসর্জন দিয়ে হিজাব পরে ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন! একজন তো সরাসরি লিখেই দিলেন, নিজের সংস্কৃতিকে বিসর্জন দিয়ে কেন ভিন্ন ধর্মের সাজে ছবি পোস্ট করেছেন তিনি! তবে অনেক অনুরাগী অভিনেত্রীর ছবির প্রশংসা করেছেন। দিতিপ্রিয়া যে ধর্মের বাদ বিচার উপেক্ষা করে ভিন্ন ধর্মের মানুষকে সম্মান জানিয়েছেন, তার প্রশংসা করেছেন অনেকেই।

প্রসঙ্গত, সম্প্রতি নিজের প্রেমীকের কথা স্বীকার করে নিয়েছেন পর্দার ‘রানীমা’ দিতিপ্রিয়া রায়। তবে অভিনেত্রী জানিয়েছিলেন, তাঁর প্রেমীক তারই ধর্মের মানুষ। আপাতত জল্পনা নিয়ে মুখ খুলতে নারাজ অভিনেত্রী। নিজের কাজ ও ব্যক্তিগত জীবন নিয়ে নিজের মতই থাকতে চান তিনি। আপাতত জাহির করতে নয় বরং ব্যক্তিগত জীবনে কে আড়ালেই রাখতে চান ‘রানী রাসমণি’।

বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।

আরো পড়ুন  Zee Bangla: ধোঁয়া ধোঁয়া! দিদি নাম্বার ওয়ান ও দাদাগিরির শ্যুটিং সেটে ভয়াবহ আগুন! পুড়ে ছাই হয়ে গেল দুটি মেকআপ ভ্যান