সাতকাহন প্লাস নিউজ ডেস্ক: রাজ্যে সরকারের নতুন ঘোষণা। ফের একগুচ্ছ ছুটি (West Bengal Holiday 2024) পেতে চলেছেন রাজ্যের শিক্ষার্থীরা এবং অফিসে কর্মরতরা। সারা বছর ধরে এমনিতেই প্রচুর ছুটি (West Bengal Holiday 2024) পান তাঁরা। মার্চ মাসে ফের আগামী তিন মাসের ছুটি (West Bengal Holiday 2024) ঘোষণা করল রাজ্য সরকার (WB Goverment)। একটানা ছুটি পেতে মুখে হাসি ফুটেছে সবারই। ছুটির (West Bengal Holiday) ঘোষণা বিজ্ঞপ্তি দিয়ে করা হয়েছে। নবান্ন তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত দফায় দফায় ছুটি থাকবে রাজ্যের বিভিন্ন জেলায়। উক্ত দিনগুলিতে বন্ধ থাকবে স্কুল, কলেজ, অফিস। আর ছুটির (West Bengal Holiday 2024) কারণে বাড়তি খুশি পড়ুয়া থেকে সরকারি কর্মীরা।
রাজ্যে লোকসভা ভোটের বাদ্যি বেজে গিয়েছে। আর দিন কয়েকের ব্যবধানে শুরু হবে গণতন্ত্রের উৎসব। দেশ জুড়ে দফায় দফায় আয়োজিত হবে লোকসভা নির্বাচন। আর নির্বাচন কর্মসূচি ঘিরে ছুটি চলবে রাজ্য জুড়ে। ইতোমধ্যে দেশে নির্বাচন কমিশন লোকসভা ভোটে নির্ঘণ্ট ঘোষণা করেছে। সারা দেশ জুড়ে সাত দফায় আয়োজিত হবে ভোট তথা গণতন্ত্রের উৎসব। এর মধ্যে রয়েছে বাংলার ৪২ টি আসন। বাংলার ৪২ টি আসনের জন্য সাত দফা ভাগ করা হয়েছে। এপ্রিল থেকে শুরু হবে ভোট প্রক্রিয়া যা চলবে আগামী জুন মাস পর্যন্ত।
এদিন বৃহস্পতিবার রাজ্য সরকারের তরফে নয়া এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, ভোট প্রক্রিয়া চলাকালীন সরকারি কর্মীরা যাতে নির্দ্বিধায় ভোটদান সারতে পারেন, ভোটের সময় যাতে কোন অসুবিধা না পড়তে হয়, সে কারণে বাংলা জুড়ে একগুচ্ছ ছুটি দেওয়া হচ্ছে ভোটের দিন গুলিতে। শুধুমাত্র লোকসভা ভোট নয়, উপনির্বাচন থাকলে সংশ্লিষ্ট কেন্দ্র গুলির অফিস, স্কুল, বিদ্যালয় ইত্যাদি বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে।
রাজ্যে লোকসভা নির্বাচনের দিন গুলিতে যেদিন যে কেন্দ্রে ভোট হবে সেদিন সেই কেন্দ্রের অন্তর্গত স্কুল কলেজ অফিস ইত্যাদি বন্ধ থাকবে। ছুটি পাবেন পড়ুয়া, অফিসে কর্মরতরা। ছুটির তালিকা সম্বন্ধে জানতে পারবেন যদি রাজ্যের নির্বাচনের তালিকাটি পড়ে নেন। আপনার কেন্দ্রে যেদিন ভোট থাকবে সেদিন আপনার অঞ্চলের সমস্ত অফিস স্কুল কলেজ ইত্যাদি বন্ধ থাকবে। রাজ্যের সবাই যাতে ভোট উৎসবে অংশ নিতে পারে, তার জন্য উন্মুক্ত দরজা খুলে দিচ্ছে বাংলার সরকার।
ইতোমধ্যে শ্রম দপ্তরের একটি বিজ্ঞপ্তি থেকে জানা যায়, সমস্ত চা বাগানে কর্মরত শ্রমিকরা এবং কল কারখানায় কর্মরত শ্রমিকরা ভোট দিতে যেতে পারবেন। এবং তাঁদের যাতে কোন অসুবিধা না হয় তার জন্য ছুটির বন্দোবস্ত থাকবে। এছাড়া যারা কেন্দ্রের বাইরে অন্যত্র কাজ করেন, তারা স্পেশাল লিভ নিয়ে নিজের এলাকায় ভোট দিতে যেতে পারবেন। সাধারণত প্রত্যেক বারই ভোটের দিন গুলিতে রাজ্যে ছুটি থাকে। আরও একবার বিজ্ঞপ্তি জারি করে ছুটি সংক্রান্ত বিষয়টি নির্দিষ্ট করে দিল রাজ্য সরকার।
বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।