সাতকাহন প্লাস নিউজ ডেস্ক: একের পর এক নতুন মেগা সিরিয়াল শুরু হয়েছে টেলি (Television) পর্দায়। জি বাংলার (Zee Bangla) মতোই জলসা পর্দায় (Star Jalsha) নতুন ধারাবাহিক শুরুর ঘনঘটা লেগেছে। এক নয় পরপর তিনটি ধারাবাহিক শুরুর ঘোষণা করে জলসা কর্তৃপক্ষ। কিছুদিন আগেই সুখবর দিয়ে টেলিভিশনের (Television) পর্দায় ফিরেছেন অভিনেতা শন ব্যানার্জি (Sean Banerjee)। অভিনেতার সঙ্গে জুটি বেঁধে নতুন ধারাবাহিক ফিরেছেন ‘গাঁটছড়া’ ধারাবাহিক খ্যাত অভিনেত্রী অনুষ্কা গোস্বামী (Anushka Giswami)। প্রথম থেকেই নতুন জুটিকে নিয়ে শুরু হয়েছিল দর্শক উদ্দীপনা। তবে হঠাৎ করেই বিবাদে জড়ালেন শন-অনুষ্কা (Sean-Anushka) শনকে (Sean Banerjee) সরাসরি ‘কেমন মানুষ আপনি’ বলে আক্রমণ করলেন জলসা পর্দার ‘রোশনাই’ (Roshnai)।
শন ব্যানার্জির ‘ধারাবাহিক’ জীবন
একাধিক ধারাবাহিকের প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন শন ব্যানার্জি। ‘আমি সিরাজের বেগম’ ধারাবাহিকে তিনি ছিলেন নবাব সিরাজউদ্দৌলা। এরপর ‘এখানে আকাশ নীল’ ধারাবাহিকে তিনি জুটি বেঁধেছিলেন অভিনেত্রী অনামিকা চক্রবর্তীর সঙ্গে। দুটি ধারাবাহিকের মাধ্যমেই জনপ্রিয়তা অর্জন করেন শন। তবে, জলসার ‘মন ফাগুন’ ধারবাহিক শন ব্যানার্জিকে আকাশছোঁয়া পরিচিতি এনে দেয়। ‘মন ফাগুন’ ধারাবাহিকে অভিনেত্রী সৃজলা গুহর সঙ্গে দাদা শন ব্যানার্জির জুটি এক নজরে প্রিয় হয়ে ওঠে সবার। তবে অতীতের স্মৃতি কে অতীতে রেখে নতুন সিরিয়াল নিয়ে ফিরেছেন শন। নতুন সিরিয়াল শুরু হতে না হতেই নায়িকার সঙ্গে বিবাদে জড়ালেন তিনি।
রোশনাইতে ‘মিষ্টি’ বিবাদ!
শন ও অনুষ্কা অভিনীত নতুন ধারাবাহিকটির নাম ‘রোশনাই’ গল্পটির কেন্দ্রীয় চরিত্রে ধারাবাহিকের অভিনেত্রীর জীবন। নায়িকার নামই রোশনাই। অন্যান্য সিরিয়ালের গল্পের মতই নায়ক নায়িকার খুনসুটি দেখাচ্ছে ধারাবাহিকটি। যার ফলে শন ও। অনুষ্কার মধ্যেও টুকটাক বাকবিতন্ডা লেগেই রয়েছে। ধারাবাহিকের একটি পর্বে দেখা যায়, অনুষ্কা ও শন একে অপরের সাথে মিষ্টি ঝগড়ায় মত্ত। সেখানেই দেখা যায়, অনুষ্কা শনকে বলছে, “আপনি কেমন মানুষ”? আসলে ধারাবাহিকের পর্বে অনুষ্কার সঙ্গে শনের প্রেমিকার ধাক্কা লাগে। আর শন ব্যস্ত হয়ে পড়ে নিজের প্রেমিকাকে নিয়ে। বারংবার সে অনুষ্কাকে বলতে থাকে ক্ষমা চাওয়ার জন্য। কিন্তু অনুষ্কা বদ্ধপরিকর। ক্ষমা সে চাইবে না! সেখান থেকেই শুরু হয় ঝামেলার উৎপত্তি। যদিও বেশ বোঝা যাচ্ছে ঝগড়া থেকে শুরু হলেও রোশনাই কিন্তু খুব তাড়াতাড়ি জিতে নেবে নায়কের মন। অর্থাৎ বাস্তবে নয়। বরং ধারাবাহিকের পর্বে শনের সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন অনুষ্কা।
বাস্তবে একে অপরের বন্ধু শন-অনুষ্কা
প্রসঙ্গত, বাস্তব জীবনে শন এবং অনুষ্কার মধ্যে অত্যন্ত ভালো একটি বোঝাপড়া সম্পর্ক। মেগা সিরিয়াল শুরু হওয়ার আগে থেকেই ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছেন তারা। নায়ক শন মানেন, তাঁরা যখন এক অপরের সঙ্গে প্রতিদিন কাজ করবেন, সেখানে একটা ভালো সুস্থ সম্পর্ক থাকা জরুরী। শুধুমাত্র সহ অভিনেত্রী নন, নতুন ধারাবাহিকের সকল টিম মেম্বারদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলেছেন অভিনেতা। সম্প্রতি জন্মদিন ছিল শনের। নায়ককে জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানায় গোটা টিম ইউনিট। তবে কাজের মধ্যে দিয়েই জন্মদিন পালন করেছেন অভিনেতা।
বিনোদন, টেলিভিশন, লাইফস্টাইল, ট্রাভেল, ব্যবসা, টেকনোলজি, শিক্ষা, কর্মসংস্থান সংক্রান্ত আরও খবর পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।