সাতকাহন প্লাস নিউজ ডেস্ক: টেলিভিশন পর্দার অন্যতম শ্রেষ্ঠ জুটি অর্কপ্রভ ও অভিকা। অর্থাৎ দর্শক প্রিয় ‘দূর্জাণী’ (Durjani)। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘তোমাদের রাণী’-র মাধ্যমে (Tomader Rani) জনপ্রিয় হয়েছে জুটি। পর্দায় অভিকার (Abhika Malakar) সঙ্গে জমজমাট রসায়ন হলেও বাস্তবে কিন্তু অর্কপ্রভ (Arkaprovo Roy) মজেছেন অন্য কারুর প্রেমে! অনেকদিন ধরেই চলছিল প্রেম চর্চা। অবশেষে মুখ খুললেন দুর্জয়। সত্যি করছেন প্রেম? মুচকি হেসে সত্যি জানালেন পর্দার দূর্জয়।
অনেকদিন ধরেই দূর্জয়ের প্রেম চর্চা উঁকি দিচ্ছিল। বিশেষ করে সরস্বতী পূজোর দিন থেকেই। যখন সোশ্যাল মিডিয়ায় অর্কপ্রভর পাশে সাদা-হলুদ শাড়ি পরিহিতা অভিনেত্রী শ্রীতমা দে-কে দেখা গিয়েছিল। শ্রীতমার সঙ্গে দুর্জয়ের ছবি দেখার পর থেকেই মন ভেঙেছিল শত শত ‘রাণী’ অনুরাগীর। কারণ, তাঁদের মধ্যে অনেকেই ভেবেছিলেন, পর্দার দূর্জয় আর কারোর নয় অভীকার প্রেমে মত্ত। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে অন্য গল্প। অভিকা নয় বরং শ্রীতমার প্রেমেই নাকি হাবুডুবু খাচ্ছেন নায়ক!
ভ্যানেন্টেইন্স ডের ‘সরস্বতী’ ডাকের পর চর্চা যখন জারি রয়েছে, ঠিক তখনই কমন ফ্রেন্ডের বার্থডে
পার্টিতে একসঙ্গে ধরা দিয়েছেন অর্কপ্রভ-শ্রীতমা। যে ছবি আরও একবার উস্কে দিয়েছে প্রেমচর্চা জল্পনা। যার ফলে স্বাভাবিক ভাবেই সবার মধ্যে জাগছে কৌতূহল। ফলে এবার সরাসরি প্রশ্ন গেল স্টার জলসার নায়কের কাছে। সত্যি সত্যি প্রেম করছেন তিনি? সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে কি জানালেন অর্কপ্রভ?
সূত্রের খবর, শ্রীতমার সঙ্গে প্রেমচর্চার প্রসঙ্গ আসতেই মুচকি হাসেন রাণীর নায়ক। তারপর বলেন, “আমি এইটুকুই বলব এই মুহূর্তে আমি সিঙ্গল, আমার কোনও গার্লফ্রেন্ড নেই। আর ভবিষ্যতে যদি আমার জীবনে প্রেম আসেও সেটা আমি ব্যক্তিগত রাখতে চাইব।” কথা প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, শ্রীতমাকে নিয়ে প্রেমচর্চার কথা তাঁর কানে এসেছে। তবে তিনি ব্যক্তিগত জীবন নিয়ে চর্চায় যেতে চান না। অর্কপ্রভ বলেন, হতে পারে তিনি পর্দার দূর্জয়। কিন্তু বাস্তবে তিনি অর্কপ্রভ। তাঁর নিজের একটা সত্তা রয়েছে। তাই অভিনেতা নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কোন চর্চা চান না।
অভিনেতার স্পষ্ট জবাব, ভবিষ্যতের কথা তো ভবিষ্যতই জানে। জীবনে বিয়ে করবেন কি করবেন না, সেটাও এখন ভাবনার বিষয় নয়। আপাতত নায়কের প্রধান লক্ষ্য তাঁর কেরিয়ার। মন দিয়ে অভিনয় করে যেতে চান তিনি। নামতে চান বড় পর্দায়। সকলের প্রিয় ‘দূর্জয়’ চান, তাঁর পাবলিক লাইফটা শুধুমাত্র শিল্পী হিসেবে থাকুক। ব্যক্তিগত জীবনের চর্চার পথে পা না বাড়িয়েই…।
প্রসঙ্গত, এর আগে ‘তোমাদের রাণী’ অভিকার সঙ্গে সম্পর্ক চর্চায় জড়িয়ে পড়েছিলেন অর্কপ্রভ। তখন ক্যামেরার সামনে এসে নিজেদের পর্দার জীবন এবং বাস্তবে জীবনকে আলাদা করে দেখার অনুরোধ জানিয়েছিলেন অনুরাগীদের। একই মন্তব্য ছিল অভিকারও। তারা এও বলেছিলেন, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মন্তব্য প্রভাব ফেলছে তাদের বাস্তব জীবনে। এই সমস্যার প্রতিকার চান তারা। আরও একবার শ্রীতমা চর্চার সামনে আসায় এই কথাটাই মনে করিয়ে দিলেন অভিনেতা অর্কপ্রভ রায়।
বিনোদন, টেলিভিশন, লাইফস্টাইল, ট্রাভেল, ব্যবসা, টেকনোলজি, শিক্ষা, কর্মসংস্থান সংক্রান্ত আরও খবর পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।