Follow Satkahan Plus at Google News
গুগল নিউজে আমাদের পড়ুন


সাতকাহন প্লাস নিউজ ডেস্ক: আমাদের দৈনন্দিন জীবনে অপরিহার্য হয়ে উঠেছে এলপিজি গ্যাস সিলিন্ডার (LPG Gas Cylinder)। রান্নার ক্ষেত্রে এলপিজি সিলিন্ডার (LPG Cylinder) ছাড়া একদিনও চলা সম্ভব নয়। এদিকে দিনকে দিন যেভাবে এলপিজি সিলিন্ডারের (LPG Cylinder) দাম বাড়ছিল, তাতে কার্যত কালঘাম ছুটছিল সাধারণ মানুষের। মূল্যবৃদ্ধির বাজারে এমনিতেই সবকিছুর অতিরিক্ত দাম সমস্যায় ফেলছে নাগরিকদের। কি খাবেন, কি পরবেন, এটাই এখন মূল চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে অর্থবর্ষ শুরুর মুখেই সুখবর এল। এলপিজি সিলিন্ডারের (LPG Gas Cylinder Price) দাম কমছে ৩০০ টাকা। আগের দামের থেকে ৩০০ টাকা কম দিয়েই পেয়ে যাবেন রান্নার গ্যাস। ‌

সামনেই আসন্ন লোকসভা নির্বাচন। চলতি অর্থবর্ষ শেষের মুখে আশা করা যাচ্ছিল, এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমতে পারে। মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে তাই একধাক্কায় ৩০০ টাকা কমলো রান্নার গ্যাসের দাম। ‌নিঃসন্দেহে এই খবরে খুশি রাজ্যের আমজনতা। সোমবার থেকে শুরু হচ্ছে নতুন অর্থবছর ২০২৪-২৫। নতুন অর্ধবর্ষের পয়লা তারিখ থেকে গ্যাস সিলিন্ডারের নয়া দাম কার্যকর হবে।

১) কতটা কমছে রান্নার গ্যাসের দাম? (LPG Gas Cylinder Price 2024)

এতদিন আপনি যে দামে রান্নার গ্যাস কিনতেন, এখন থেকে সেই দামের উপরে মিলবে ৩০০ টাকার ছাড়। ৩০০ টাকা কম দিয়েই পেয়ে যাবেন এলপিজি গ্যাস সিলিন্ডার। কলকাতা ভর্তুকিহীন ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম পড়ছে ৮২৯ টাকা। ৩০০ টাকা কমে যাওয়ায় ৫২৯/- টাকা খরচ করেই পেয়ে যাবেন রান্নার গ্যাস। ফলে প্রতি বছরে ১২টি রান্নার গ্যাস সিলিন্ডারের প্রতিটির দাম পড়বে ৫২৯ টাকা। লোকসভা ভোটের আগের রাজ্যের মা বোনেদের সুখবর দিল মোদি সরকার।

আরো পড়ুন  WB Tempareture Rising: 'প্রখর রৌদ্রের' তেজে বাংলায় মরুর শিহরণ! নেপথ্যে প্রভাব ফেলছে সাহারা মরুভূমি? আবহাওয়াবিদরা যা জানাচ্ছেন

২) কবে থেকে কার্যকর হচ্ছে রান্নার গ্যাসের নতুন দাম?

আগামী সোমবার ১ এপ্রিল থেকে শুরু হচ্ছে নতুন অর্থবছর। এদিন থেকেই রান্নার গ্যাসের উপর মিলবে অতিরিক্ত ৩০০ টাকার ছাড়। এই বিশেষ সুবিধা পেতে তড়িঘড়ি আবেদন জানান। ভোটের মুখে কেন্দ্রীয় সরকারের এই বিরাট সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন রাজ্যে জনসাধারণের একটা বিশাল অংশ। এখন জেনে নিতে হবে এই সুবিধা পেতে হলে কিভাবে আবেদন জানাতে হবে।

৩) কারা পাবেন এই সুবিধা?

রান্নার গ্যাসের ৩০০ টাকা ছাড়ের সুবিধা পাবেন একমাত্র উজ্জ্বলা গ্যাস যোজনার আওতাভুক্তরা। কিছু বছর আগে দেশের দরিদ্র অনগ্রসর শ্রেণীর মহিলাদের জন্য এই যোজনা শুরু করেছিলেন মোদি সরকার। এর আগে উজ্জ্বলা গ্যাস যোজনা অন্তর্ভুক্তরা ৩০০ টাকা ছাড় পেতেন। সেই ছাড়ের মেয়াদ আরও বেশ কিছুদিন বাড়ানো হলো। ২০২৫ সালের ৩১ শে মার্চ পর্যন্ত রান্নার গ্যাসে অতিরিক্ত ছাড় পাবেন দেশবাসী। তাই আপনি যদি সুবিধা পেতে চান, এবং আপনি যদি উপযুক্ত হন তাহলে উজ্জ্বলা গ্যাস যোজনায় নিজেদের নাম নথিভুক্ত করুন।

বিনোদন, টেলিভিশন, লাইফস্টাইল, ট্রাভেল, ব্যবসা, টেকনোলজি, শিক্ষা, কর্মসংস্থান সংক্রান্ত আরও খবর পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।