Follow Satkahan Plus at Google News
গুগল নিউজে আমাদের পড়ুন


সাতকাহন প্লাস নিউজ ডেস্ক: টলিউডের (Tollywood) ব্যস্ত অভিনেত্রী (Tollywood Actress) হিসেবে পরিচিত সোহিনী সরকার (Sohini Sarkar)। একাধিক সিনেমা ও সিরিজে তাঁর দক্ষতা দেখেছেন দর্শক। তবে অভিনেত্রীকে নিয়ে চর্চারও শেষ নেই। রণজয় বিষ্ণুর সঙ্গে সম্পর্ক ভাঙার পরে গায়ক শোভন গাঙ্গুলীর (Shovan Ganguly) হাত ধরেছেন অভিনেত্রী। সিঙ্গেল তকমা ঘুচিয়ে হয়েছেন মিঙ্গেল। এহেন অভিনেত্রী সোহিনী কি না পয়লা বৈশাখ কাটালেন একলাই!অভিনেত্রীর ছবি দেখে সবার একটাই খোঁজ শোভন কোথায়? এরই মধ্যে জল্পনা বাড়িয়ে নিজের বিয়ে নিয়ে কথা তুললেন সোহিনী সরকার (Sohini Sarkar)।

অভিনেতা রনজয় বিষ্ণুর সঙ্গে সম্পর্ক ভাঙার পরে সোহিনী সরকারের ব্যক্তিগত জীবনে নজরদারি চলে নেটিজেনেদের। যদিও অভিনেত্রী ব্যক্তিগত জীবন নিয়ে যথেষ্ট সচেতন। এরই মধ্যে কানাঘুষো খবর ছড়াতে থাকে, নতুন সম্পর্কে জড়িয়েছেন সোহিনী। নাম উঠে আসে জনপ্রিয় গায়ক শোভন গাঙ্গুলীর। ‌সংগীত শিল্পী ইমন চক্রবর্তী থেকে টলি অভিনেত্রী স্বস্তিকা দত্ত একাধিক সম্পর্কে নাম জড়ানোর রেকর্ড রয়েছে তাঁর। শোভনের জীবনে এবার নাম লিখিয়েছেন সোহিনী। দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ছে বলে রটতে থাকে খবর। যদিও দুজনের মধ্যে একজনও সম্পর্কে তখন শিলমোহর দেননি।

এদিকে, গায়ক ও অভিনেত্রী দুজনের সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই ছবিতে রিঅ্যাকশন, ছবির ব্যাকগ্রাউন্ড কোনটাই নজর এড়ায়নি সোশ্যাল ডিটেকটিভদের! অবশেষে নিজেদের প্রেমকে ছোট্ট সূত্র দিয়ে সর্বসমক্ষে আনেন সোহিনী ও শোভন। কিছুদিন আগেই নিজেদের সম্পর্ককে স্বীকৃতি দিয়েছেন তাঁরা। মাঝেমধ্যেই এলোমেলো ছবি পোস্ট করে আভাসে ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছেন জমিয়ে প্রেম করছেন দুজনে। এখন প্রায়শই দেখা খবর পাওয়া যায়, একসঙ্গে সময় কাটাচ্ছেন শোভন-সোহিনী। ক্রমে টলিউডের চর্চিত কাপল হয়ে উঠেছেন তাঁরা। এমতবস্থায়, অভিনেত্রী কবে বিয়ের পিঁড়িতে বসছেন তা নিয়ে বেজায় চিন্তায় অনুরাগীরা। মাঝেমধ্যেই উড়ে আসছে প্রশ্ন।

আরো পড়ুন  Poila Boishakh: নববর্ষের বাজার কাঁপাচ্ছে মাত্র ১০ টাকার এই বাহারি মিষ্টি! পয়লা বৈশাখে মিষ্টি মুখ করছেন তো?

একদিন আগেই শুরু হয়েছে বাংলার নতুন বছর। এদিন যথারীতি অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায় চোখ ছিল সবার। প্রেমিকের সঙ্গে সময় কাটাচ্ছেন নাকি, অভিনেত্রী কোন ছবি পোস্ট করলেন নাকি, জানার আগ্রহ ছিল সোহিনী অনুরাগীদের। তবে আশায় জল ঢাললেন অভিনেত্রী নিজেই। নববর্ষে বেশ কিছু ছবি পোস্ট করেছেন সোহিনী। তবে কোন ছবিতেই দেখা যাচ্ছে না প্রেমিক শোভনকে। নিজের ফটোশুটের ছবি শেয়ার করেছেন সোহিনী। আর সোহিনী ছবিতে শোভনকে না দেখে মনে মনে অসন্তুষ্ট অনুরাগীরা। ‌বলাই বাহুল্য একটু হতাশ হলেন তাঁরা।

কবে বিয়ের পিঁড়িতে শোভন-সোহিনী?

সম্প্রতি অভিনেত্রীর কাছে প্রশ্ন করেছিলেন মির আফসার আলী। তিনি সোহিনীর কাছ থেকে জানতে চান, শোভনের সঙ্গে কবে বিয়ের পিঁড়িতে বসে চলেছেন তিনি। মীরের প্রশ্ন শুনেই কার্যত চুপ করে যান অভিনেত্রী। কথা ঘুরিয়ে বলতে থাকেন ‘আসছি আমি আসছি’। ‌এখন টলিপাড়ার একটাই কথা, হয়তো নীরব থেকেই সম্মতি দিলেন সোহিনী সরকার। ‌কিছুদিনের মধ্যেই চার হাত এক হবে দুজনের। অভিনেত্রী না বললেও আন্দাজে স্থির করে নিয়েছেন সকলেই। টলিপাড়া সূত্রে খবর, খুব সম্ভবত নভেম্বর মাস নাগাদ‌ গাঁটছড়া বাঁধতে পারেন শোভন-সোহিনী।

বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।