Follow Satkahan Plus at Google News
গুগল নিউজে আমাদের পড়ুন


পর্ণা দেবনাথ: বলিউডের (Bollywood) অল টাইম রোম্যান্টিক হিরোর তকমা পেয়েছেন কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। যার হাসিতে ঘায়েল শত শত তরুণী! সেই কার্তিক এবার চলে গেলেন কলকাতায়, বাঙালি কন্যার প্রেমে হাবুডুবু খাচ্ছেন তিনি! আড়াল সরিয়ে হাওড়া ব্রিজে ঘুরে বেড়াচ্ছেন বাইক নিয়ে। পাশে বসে বাঙালি কন্যা প্রান্তিকা দাস (Prantika Das)! আজ্ঞে হ্যাঁ, তাঁরই প্রেমে মন মজেছে কার্তিকের।

বাঙালি কন্যার প্রেমে মজে কার্তিক…

টলি, বলিতে ব্যাপক জনপ্রিয় না হলেও, অভিনেত্রী প্রান্তিকা দাস মন জয় করে নিয়েছেন কার্তিক আরিয়ানের। ‘ভুলভুলাইয়া ৩’ ছবিতে কার্তিকের সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে তাঁকে। হাওড়া ব্রিজে ছুটন্ত বাইকে কার্তিকের পাশেই বাঙালি কন্যা প্রান্তিকা।

আসলে মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে হাওড়া ব্রিজে ‘ভুলভুলাইয়া ৩’ ছবির শুটিং। সেখানে একটি দৃশ্যে কার্তিক আরিয়ানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে অভিনেত্রী প্রান্তিকা দাসকে। দৃশ্যটিতে কার্তিক তার সঙ্গে ফ্লার্ট করছেন, ঘুরিয়ে ফ্লার্ট করছেন প্রান্তিকাও। ছোট দৃশ্য হলেও, অভিনেত্রী জানান, মনে রাখার মতো অভিজ্ঞতা, আর অবশ্যই মজার দৃশ্য!

কলকাতায় কার্তিক…

কলকাতায় কার্তিক আসার কারণে জনবহুল হাওড়া ব্রিজ থমকে গেল কিছু সময়ের জন্য। কারণ হাওড়া ব্রিজের উপরেই শ্যুটিং করতে দেখা গেল বলি স্টারকে। কলকাতার প্রাণ ভোমরা হাওড়া ব্রিজে জমিয়ে শুটিং করলেন পরিচালক অনীশ বাজমি। জমজমাট সকালে ‘ভুলভুলাইয়া থ্রি’ শুটিং নজর কাড়ল সবার।

আরো পড়ুন  Soumitrisha Kundu: 'উচ্ছেবাবুর' বিয়ের আগেই প্রেমিকের নাম ফাঁস করলেন সৌমিতৃষা! মিঠাই রানীর মনের মানুষ কে? জানলে অবাক হবেন

আবার ‘ভুলভুলাইয়া ৩’…

প্রসঙ্গত, ২০০৭ সালের সাড়া জাগানো চলচ্চিত্র ‘ভুল ভুলাইয়া’-র দ্বিতীয় সিজন এসেছিল ২০২২ সালে। ২০০৭ সালে বিদ্যা বালনের “আভনি চতুরবেদী” চরিত্রের জনপ্রিয়তার থেকেও বেশি জনপ্রিয় হয়েছিল ‘মঞ্জুলিকা’ চরিত্রটি। সম্প্রতি সিজনটিতে দেখা গেছিল কার্তিক আরয়ান ও কিয়ারা আদবানি, তাব্বু-কে । কিন্তু এবারের সিজনে একেবারে নতুন চমক আনতে চলেছে ‘ভুল ভুলাইয়া ৩’। এবারে বিদ্যা বালন এর কামব্যাক দেখা যাবে ‘মঞ্জুলিকা’ চরিত্রে। যার জন্য সকল ভুল ভুলাইয়া সিরিজের ফ্যান অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন।

গতবারে কার্তিক আরয়ান তার অভিনয়ের মাধ্যমে ‘রুহ বাবা’ চরিত্রে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেন। এছাড়াও কিছুদিনের মধ্যেই তার নতুন ছবি ‘Chandu Champion’ -ও আসবে বলেই জানা যাচ্ছে খবরসুত্রে। কিছুদিন আগেই বক্স অফিস কাঁপিয়েছিল রনবীর কাপুর, রশ্মিকা মান্দানা অভিনীত ‘অ্যানিম্যাল’ মুভি। কিন্তু তার থেকেও বেশি অবাক করার বিষয় ছিল তৃপ্তি দিমরির সাড়া জাগানো চরিত্র। ‘অ্যানিম্যাল’ যতই বিতর্কের মুখে আসুক না কেন তৃপ্তি দিমরীকে ‘ন্যাশনাল ক্রাশ’ বলা নিয়েও বিতর্ক হবে তা বলাইবাহুল্য। তবে সমস্ত বিতর্কের উর্ধ্বে বলিউড এর ‘বুলবুল’ এখন সোজা ‘ন্যাশনাল ক্রাশ’!

এরই মধ্যে সোশ্যাল মিডিয়াতে ‘ভুল ভুলাইয়া ৩’ এ তার অভিনয়ের কথা জানা গেছে নিশ্চিতভাবে। কার্তিক আরয়ান কিছুদিন আগেই তার সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করেছেন একটি ছবি যেখানে দেখা গেছে তাকে ও তর কো-স্টার তৃপ্তি দিমরিকে। এছাড়াও মঞ্জুলিকা হিসেবে প্রথম সিজনের মতো এবারেও দেখা যাবে বিদ্যা বালনকে। এই চলচ্চিত্র নাকি প্রকাশ পাবে নভেম্বর মাসের দিকেই। তবে সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি এখনো অবধি। ইতিমধ্যেই সিনেমায় শ্যুটিং এর জন্য কলকাতায় এসে পৌছেছেন কার্তিক আরয়ান। বিদ্যা বালন বা তৃপ্তি দিমরির আসার খবর পাওয়া না গেলেও অভিনয়ে থাকছেন বিশিষ্ট বাঙালি অভিনেতা তনভিরুল ইসলাম।

আরো পড়ুন  Srabanti Chatterjee: "আমার প্রেম, ভালবাসা সবটাই…" জিতুর সঙ্গে পরকীয়ায় জড়িয়েছেন শ্রাবন্তী? অভিনেত্রী বললেন…

প্রতিবার ভৌতিক ঘটনার সাথে হাস্যরস মিশিয়ে ভুল ভুলাইয়া সিরিজ আলাদা জায়গা করে নিয়েছে দর্শকের মনে। বিগত দুইবারের মতো এবারেও কি নতুন চমক রেখেছে হরর-কমেডি জনারের ‘ভুল ভুলাইয়া ৩’ সেটার অপেক্ষাতেই দর্শকমহল।

বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।