Follow Satkahan Plus at Google News
গুগল নিউজে আমাদের পড়ুন


সাতকাহন প্লাস নিউজ ডেস্ক: বাংলা সিরিয়ালের (Bengali Serial) ভবিষ্যৎ এখন সম্পূর্ণ ভাবে জনপ্রিয়তার উপর দাঁড়িয়ে। টেলিভিশনের (Telivision) সব কিছুই নির্ভর করছে টিআরপির (TRP) ওঠানামার উপর। টেলিপর্দায় নতুন ধারাবাহিক আসলেই সরে যেতে হচ্ছে টিআরপি কম থাকা ধারাবাহিককে। সদ্য প্রকাশ পেয়েছে জি বাংলার (Zee Bangla) নতুন ধারাবাহিকের প্রোমো। আসছে নতুন ধারাবাহিক ‘অষ্টমী’ (Astami)। আর নতুন সিরিয়াল আসতেই কোপ পড়লো জি বাংলার (Zee Bangla) অপর ধারাবাহিকের ওপর। জানা যাচ্ছে ‘অষ্টমী’-কে (Astami) জায়গা দিতে সরে যেতে হচ্ছে এই জনপ্রিয় মেগা সিরিয়ালকে।

বর্তমানে জি বাংলা ধারাবাহিকগুলি টিআরপি তালিকায় কামাল করছে। দুর্দান্ত ফল করে এক থেকে পাঁচের মধ্যে জায়গা করে নিয়েছে বেশির ভাগ জি এর ধারাবাহিক। বলাই বাহুল্য জি-এর সঙ্গে মেগার প্রতিযোগিতায় পেরে উঠছে না অন্যান্য চ্যানেলগুলি। বেঙ্গল টপার থেকে প্রথম তিন, জি বাংলা রাজত্ব চলছে।‌ জি বাংলার স্লট অধিকার করে থাকা প্রায় সব কটি সিরিয়ালের ফলাফল চোখে পড়ার মতো। তাই বিন্দুমাত্র জনপ্রিয়তা কমলেই তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে চ্যানেল কর্তৃপক্ষ। আর সেই সিদ্ধান্তেই ফের শিলমোহর‌ দিল জি বাংলা। অষ্টমীকে জায়গা দিতে শেষ হয়ে যাচ্ছে অপর জনপ্রিয় ধারাবাহিক।

জি বাংলার সন্ধ্যার স্লট অধিকার করে থাকা প্রায় সবকটি ধারাবাহিকের ফলাফল ভালো। তবে ‘কার কাছে কই মনের কথা’ নিয়ে দর্শকমহলের ক্ষোভ বাড়ছে। একঘেয়ে প্লটের কারণে সিরিয়াল শেষ করে দেওয়ার দাবি তুলছেন তাঁরা। অন্যদিকে, রাতের স্লটের ‘মিলি’ ধারাবাহিক প্রথম থেকেই টিআরপি বাড়াতে পারেনি। অষ্টমীকে জায়গা দিতে এই ধারাবাহিকটি শেষ হয়ে যাবে বলেও গুঞ্জন উঠছে। সূত্রের খবর, খুব সম্ভবত রাতের স্লটে নতুন ধারাবাহিক অষ্টমীকে জায়গা দেওয়া হবে। আর সেই কারণেই ‘মিঠিঝোরা’ স্লট হারাতে পারে বলে খবর।

আরো পড়ুন  Zee Bangla Serial: "তিলে তিলে গড়ে তুলেছিলাম চরিত্রটাকে…" জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক থেকে বাদ পড়লেন প্রধান নায়িকা

জি বাংলার পর্দায় কিছুদিন আগেই শুরু হয়েছে অপর একটি ধারাবাহিক ‘যোগমায়া’। এই মেগা জায়গা কেড়েছে জি বাংলার ইচ্ছেপুতুল শেষ হতে। সৈয়দ আরফিন ও নেহা আমনদীপ অভিনীত এই মেগা ধীরে ধীরে তার জনপ্রিয়তা বৃদ্ধির পথে।

অন্যদিকে সদ্য প্রকাশ পেয়েছে ‘অষ্টমীর’ প্রোমো। এই সিরিয়ালের হাত ধরেই ‘এক্কা-দোক্কা’র পর লিড রোলে ছোটপর্দায় ফিরছেন অভিনেতা সপ্তর্ষি মৌলিক। এই মেগা প্রযোজনার দায়িত্বে রয়েছে অর্গানিক প্রোডাকশন। প্রসঙ্গত সপ্তর্ষিকে শেষ ছোটপর্দায় দেখা গিয়েছ কার্লাসের মেগা ফেরারি মন-এ। তবে সেটি ছিল ক্য়ামিও চরিত্র। এখানে নেগেটিভ চরিত্রে দেখা যাবে অভিনেতা কৌশিক চক্রবর্তীকে। যিনি এই সিরিয়ালের খল চরিত্রে রয়েছেন। লাল শাড়ি, সিঁথি রাঙালো লাল সিঁদুরে। মায়ের সামনে তাণ্ডব নৃ্ত্য করছেন তিনি, যা রীতিমতো শিহরণ জাগায় দর্শক মনে। ‘অষ্টমী’ ধারাবাহিকের মুখ্য ভূমিকায় দেখা মিলবে জনপ্রিয় অভিনেত্রী ঋতব্রতা দের।‌ অভিনেত্রীর ধারাবাহিকে কামব্যাক খুশি করেছে অনুরাগীদের।

বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।