Follow Satkahan Plus at Google News
গুগল নিউজে আমাদের পড়ুন


পর্ণা দেবনাথ:‌ কো-স্টার থেকে স্বামী স্ত্রী এর যাত্রা শুরু হয় ২০১৯ এ বিয়ের পরেই। অভিনেতা জিতু কামাল (Jeetu Kamal) ও অভিনেত্রী নবনীতা দাস (Nabanita Das)- এর জুটি বেশ সাড়া ফেলেছিল অনুরাগীদের মনে। তবে সমস্ত অনুরাগীদের একপ্রকার হতাশ করেই গতবছর নভেম্বর মাসে আইনিভাবে বিবাহ বিচ্ছেদ ঘটে জিতু কামাল (Jeetu Kamal) ও নবনীতা দাস (Nabanita Das) এর। বিচ্ছেদের খবর নিজেই সোশ্যাল মিডিয়াতে (Social Media) প্রথম পোস্ট করে অভিনেত্রী। বিচ্ছেদের (Devorce) পূর্বে দুজনে একসাথে নাকি একটি ফ্ল্যাটও কিনেছিলেন যা এখন জিতু কামালের নামেই- এমনটাই জানান নবনীতা দাস।

তবে সমস্ত আইনি বিচ্ছেদ হলেও অভিনেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর মন্তব্য করেন অভিনেত্রী। তিনি জানান ডিভোর্সের আগে তার বিয়ের গহনা ফেরত দেওয়ার কথা বললেও এখনো তা ফেরত দেননি নবনীতার প্রাক্তন স্বামী জিতু কামাল। যদিও বিচ্ছেদের পর কোনো খোরপোষ চাননি তিনি জিতুর কাছে।

তবে কিছুদিন আগে জিতু কামাল এর ইনস্টা স্টোরিতে দেখা যায় তিনি সেখানে লিখেছেন এ বছরই ২৫ মার্চ তিনি পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন! যদিও শেষে উল্লেখ করা ছিল যে সবটাই ‘জাস্ট ফর ফান’ তবে এই মজা নেটিজেন মহলে কতটা ইতিবাচক প্রভাব ফেলে সেটাই দেখার।

বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।

আরো পড়ুন  Aratrika Maity: " আমি যাকেই দেখি…" ব্যক্তিগত জীবনে কার সঙ্গে প্রেম করছেন 'মিঠিঝোরা' অভিনেত্রী আরাত্রিকা মাইতি?