সাতকাহন প্লাস নিউজ ডেস্ক: একদা টেলিভিশনের পর্দায় নজর কেড়েছিলেন তাঁরা। জি বাংলার হিট জুটির তালিকায় অবশ্যম্ভাবী নাম উঠবে মিঠাই ও উচ্ছেবাবুর। তথা অভিনেতা আদৃত রায় (Adrit Roy), অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুর (Soumitrisha Kundu)। মিষ্টি রসায়ন, একান্নবর্তী পরিবার হাসি- ঠাট্টা-আনন্দ ধারাবাহিকের জনপ্রিয়তার কারণ ছিল। অচিরেই টেলিপর্দায় হিট হয়েছিল ‘মিঠাই’ (Mithai)।ধারাবাহিকে অভিনয়ের পর থেকেই আকাশছোঁয়া জনপ্রিয়তা আদৃত-সৌমিতৃষার (Adrit-Soumitrisha)। কিন্তু ধারাবাহিক শেষ হতে না হতেই সকলের থেকে দূরত্বে মিঠাইরানী। বড়পর্দায় পা দেওয়ার পর থেকে আর পিছনের দিকে তাকাচ্ছেন না তিনি!
গতকাল ছিল আদৃত ও কৌশাম্বির বিয়ে। দুজনের আলাপ মিঠাইয়ের সেটে। তারপর জমজমাট প্রেম ও অবশেষে আদৃতর সিঁদুরে রাঙা হলেন কৌশাম্বি। কিছুদিন আগে আদৃতর বাড়ি আইবুড়োভাতে হাজির হয়েছিলেন ‘মিঠাইয়ের’ সদস্যরা। হাজার হোক, আদৃত-কৌশাম্বি দুজনেই মিঠাই ধারাবাহিক সদস্য। জমজমাট পারিবারিক রিউনিয়নে সেদিন অনুপস্থিত ছিলেন সৌমিতৃষা। তারপর থেকেই জল্পনা ক্রমশ গাঢ় হয়। এর আগেই ‘অহংকারী’ তকমা পেয়েছিলেন সৌমিতৃষা কুন্ডু। রিউনিয়নের দূরত্ব আদৃত-সৌমিতৃষার সম্পর্কের অবনতির দিকে অঙ্গুলি নির্দেশ করে।
এরপরেও সকলের আশা ছিল উচ্ছেবাবুর বিয়ের দিন উপস্থিত হবেন মিঠাইরানী। কিন্তু সেই আশায় জল। আদৃত-কৌশম্বির বিয়েতে মিঠাই পরিবার উপস্থিত হলেও সেখানে দেখা মিলল না প্রধান সদস্য সৌমিতৃষার। সবাই মিলে হই-হুল্লোড় করলেন। সেখানে একমাত্র অনুপস্থিত মিঠাই। অভিনেত্রীর অনুপস্থিত থাকা সকলের চোখেই দৃষ্টান্তের কারণ হয়েছে। উচ্ছেবাবুর বিয়ের দিন কি করলেন সৌমি? সোশ্যাল মিডিয়ার পাতায় তারি ঝলক শেয়ার করেছেন অভিনেত্রী। বিয়েবাড়ি জাননি ঠিকই, তবে নিজের মতো করে যথেষ্টই আনন্দ করে দিন কাটিয়েছেন সৌমিতৃষা কুন্ডু।
সাম্প্রতিক আবহাওয়া পরিবর্তনের ফলে বৃষ্টি নেমেছে কলকাতায়। অভিনেত্রীকে দেখা গেল বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি ভিজতে। বেশ আনন্দ করে বৃষ্টি ভিজলেন অভিনেত্রী। ব্যাকগ্রাউন্ডে ব্যস্ত লাগল বলিউডি গান। ফিল্মি সৌমিতৃষা বেজায় আনন্দ করলেন বৃষ্টির সঙ্গে। বিকেলে আবার ভিন্ন রূপে দেখা মিলল তাঁর। কখনও মকাইবাড়ির চায়ের কাপে চুমুক, তো কখনো নতুন জামাকাপড় পড়ে ছবি, “এমনিই…” ক্যাপশনে লিখলেন মিঠাই। মিঠাইয়ের বৃষ্টিস্নাত ছবি দেখে অনেকেই উচ্ছ্বসিত। বিকেলের হাসিখুশি ছবিতে অনুরাগীদের ভালোবাসা পেলেন অভিনেত্রী।
অনেকেই বলেছেন, ‘মিঠাই’-য়ের সেটে আদৃতর সঙ্গে সম্পর্ক ভালো ছিল সৌমির। তবে হঠাৎ করেই ধীরে ধীরে অবনতির দিকে গড়ায় তাদের বন্ধুত্ব। যার কারণ এখনো স্পষ্ট নয়। অনেকের কথায়, মিঠাইকে বিয়েতে নেমন্তন্ন করেননি আদৃত। আবার কেউ বলছেন, কাজের জন্য বিয়েবাড়ি থেকে দূরে রইলেন সৌমিতৃষা। নিশ্চয়ই শুভেচ্ছা জানিয়েছেন নবদম্পতিকে। তবে কোন তথ্য যে সঠিক, তা বোঝা মুশকিল। কারণ আদৃত কিংবা সৌমিতৃষা দুজনের মধ্যে কেউই সংশ্লিষ্ট বিষয়ে মুখ খুলতে নারাজ।
প্রসঙ্গত, খুব শীঘ্রই নতুন প্রজেক্ট নিয়ে ফিরছেন ছোট পর্দার মিঠাই। এবার সৌরভ দাসের সঙ্গে জুটি বাঁধবেন তিনি। নতুন প্রজেক্ট এর নাম ‘১০ই জুন’। দেবের সঙ্গে সিনেমার পর এবার সৌরভ দাসের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি। সৌমিতৃষার সাফল্যে বিশেষ খুশি তাঁর অনুরাগীরা।
বিনোদন, টেলিভিশন, লাইফস্টাইল, ট্রাভেল, ব্যবসা, টেকনোলজি, শিক্ষা, কর্মসংস্থান সংক্রান্ত আরও খবর পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।