সাতকাহন প্লাস নিউজ ডেস্ক: জি বাংলার (Zee Bangla) দুই জনপ্রিয় রিয়েলিটি শোয়ের (Reality Show) শ্যুটিং ফ্লোরে ভয়াবহ আগুন। আগুনে ভস্মীভূত হয়ে গেল দুটি মেক আপ ভ্যান! প্রত্যক্ষ দর্শীদের দাবি, আগুন লাগার কয়েক মুহূর্তের মধ্যেই ভস্মীভূত হয়ে যায় ভ্যান দুটি। আগুন লাগার আঁচ পেতে, দ্রুত জল দিয়ে তা নেভানোর চেষ্টা করা হয়। তবে জানা যাচ্ছে দমকলের পৌঁছতে বেশ কিছুটা দেরি হয়েছে। জনপ্রিয় চ্যানেল জি বাংলার (Zee Bangla) বেশ কিছু রিয়ালিটি শোয়ের (Reality Show) শ্যুটিং চলে এখানে। আগুন লাগার কারণ নিয়ে এখনো পর্যন্ত ধোঁয়াশা রয়েছে।
টেলিভিশনের জনপ্রিয় চ্যানেল জি বাংলা। এই চ্যানেলের জনপ্রিয় রিয়ালিটি শো দাদাগিরি, দিদি নাম্বার ওয়ান, ও সারেগামাপা। জনপ্রিয় রিয়েলিটি শো গুলির শ্যুটিং হয় মূলত রাজারহাটের DRR স্টুডিওতে। প্রতিদিন সকাল থেকেই চলে তুমুল কর্মব্যস্ততা। সপ্তাহের শুরু সোমবার কর্মব্যস্ততা ছিল রাজারহাটের শ্যুটিং ফ্লোরে। তারই মাঝে ভয়াবহ অগ্নিকাণ্ডে সমস্ত কিছু থমকে গেল কয়েক মুহূর্তের জন্য। এদিন সকালের দিকে ভয়াবহ অগ্নি কাণ্ডের সাক্ষী রইলেন শ্যুটিং ফ্লোরের কর্মরতরা।
সূত্রের খবর, সোমবার রাজারহাটের এই শ্যুটিং ফ্লোরে শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো সারেগামাপার। এছাড়া নাকি শ্যুটিং ফ্লোরে অন্য দুই রিয়েলিটি শো দিদি নাম্বার ওয়ান এবং দাদাগিরির শ্যুটিং হয়ে থাকে। সূত্রের খবর, এদিন সকাল এগারোটা নাগাদ অগ্নি কাণ্ড ঘটে। প্রাথমিক ভাবে স্টুডিওর মধ্যে দাঁড়িয়ে থাকা মেকআপ ভ্যানে আগুন লেগেছিল বলে খবর। একটি মেক আপ ভ্যানে লাগা আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের ভ্যানটিতেও। একইসঙ্গে আগুন ছড়িয়ে পড়ে পাশে দাঁড়িয়ে থাকা একটি টিনের শেডে। ঘটনাটি ঘটেছে মেকআপ ভ্যানের এসি থেকে, অন্তত তেমনটাই অনুমান করছেন সকলে।
আগুন লাগার ঘটনা প্রকাশ্যে আসতেই জল নিয়ে ছুটে যান স্টুডিওর কর্মীরা। পাশের জলাশয় থেকে জল এনে আগুন নেভানোর চেষ্টা করতে থাকেন তারা। এরই মধ্যে দমকলকে খবর দেওয়া হয়। তবে ঘটনাস্থলে দমকল পৌঁছতে অনেকটা সময় চলে যায়। ইতোমধ্যে দুটি মেকআপ ভ্যান প্রায় ভষ্মীভূত হয়ে যায়। ঘটনাটি কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে এসে পৌঁছায় রাজারহাট অঞ্চলের পুলিশ। আগুন লাগার কারণের তদন্ত চলছে দ্রুত গতিতে।
বিনোদন, টেলিভিশন, লাইফস্টাইল, ট্রাভেল, ব্যবসা, টেকনোলজি, শিক্ষা, কর্মসংস্থান সংক্রান্ত আরও খবর পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।