সাতকাহন প্লাস নিউজ ডেস্ক: ছোটপর্দা থেকেই উত্তরণ তাঁর। ২০১৪ সালে জি বাংলার (Zee Bangla) পর্দায় ‘রাজযোটক’ (Rajjotok) ধারাবাহিকের নায়িকা হিসেবে প্রথম দেখা গিয়েছিল তাঁকে। এরপর থেকে একাধিক ধারাবাহিক এমনকি বড়পর্দাতেও কাজ করেছেন অভিনেত্রী। অভিনয়কে মনেপ্রাণে ভালোবাসা অনামিকা চক্রবর্তী (Anamika Chakraborty) সম্প্রতি ইন্ডাস্ট্রির বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন। অভিনেত্রী বলেছেন তাকে মোটা তকমা দিয়ে একের পর এক কাছ থেকে বাতিল করা হচ্ছে। মুখ্য চরিত্রে অভিনয় করেও বর্তমানে কাজের অপেক্ষায় রয়েছেন অনামিকা (Anamika Chakraborty)। ইন্ডাস্ট্রির বিরুদ্ধে তার ক্ষোভ, প্রচলিত ধারণা কেউ বদলাতে চায়না!
জি বাংলা ‘রাজযোটক’ ধারাবাহিকে নায়িকা বনির চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। ধারাবাহিকের গল্পে যথেষ্ট নজর কেড়েছিলেন অনামিকা। পরবর্তীতে নায়িকা চরিত্র বদল হলেও দর্শক চাহিদায় আবার ফিরে এসেছিলেন ধারাবাহিকে। এরপর ‘ফুলমনি’, ‘এখানে আকাশ নীলের’ মতো ধারাবাহিকে দেখা দিয়েছিল অনামিকাকে। সিরিয়ালে অভিনয় করা ছাড়াও ওয়েব পর্দার নামকরা সিরিজে অন্যতম মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অনামিকা। তবে শুধুমাত্র ধারাবাহিক কিংবা ওয়েব সিরিজ নয়, সিনেমাতেও অভিনয় করেছেন অনামিকা চক্রবর্তী।
গত বছর মুক্তি পাওয়া ‘শহরের উষ্ণতম দিনে’ ছবিতে বিক্রম চ্যাটার্জি ও সোলাঙ্কি রায়ের সঙ্গে অভিনয় করতে দেখা দিয়েছিল অনামিকাকে। টেলিভিশনের পর্দায় যথেষ্ট পরিচিত মুখ তিনি। তবে সম্প্রতি তিনি যে অভিযোগ তুলেছেন, তা চারিদিকে কার্যত শোরগোল ফেলে দিয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, বর্তমানে তাঁকে প্রায় সমস্ত কাজ থেকে প্রত্যাখ্যান করা হচ্ছে। যার কারণ হিসেবে দেখানো হচ্ছে অভিনেত্রীর ওজন বৃদ্ধি। অধিকাংশ জায়গা থেকেই বলা হচ্ছে তাকে নাকি পর্দায় আর ভালো লাগবে না!
এখানেই শেষ নয় অভিনেত্রী আরও বলেন, সবাই একটা মিথে বিশ্বাস করে। অভিনেত্রী মানেই তাকে হতে হবে স্লিম ও সুন্দরী। অনামিকা বলেন, সবাই এটাই বিশ্বাস করে আর এই বিশ্বাস থেকে কেউ সরতে চায় না। এরপর অভিনেত্রী তার বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরেন। তিনি বলেন, সবাই জানেন অভিনয়ের কাজের ক্ষেত্রে কোন নির্দিষ্ট আয় থাকে না। কাজ যখন থাকে না সেই সময় সেভিংসে চলতে হয়। বর্তমানে তিনি তার জীবন থেকে সমস্ত শখ, আহ্লাদ বাদ দিয়েছেন! যদিও বর্তমান পরিস্থিতি নিয়ে যথেষ্ট চিন্তিত রয়েছেন তিনি।
অভিনেত্রী বলেন তার যথেষ্ট আফসোস হয়, কেন তিনি পড়াশোনাটা শেষ করলেন না! তার বক্তব্য, সবার অন্তত দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা চালিয়ে দেওয়া উচিত। কারণ বাস্তব এটাই যে, আপনি যতই পড়াশুনায় ভাল হন না কেন, কাগজটাই আসল জরুরি। প্রসঙ্গত, গত বছর জীবন সঙ্গীর হাত ধরেছেন অনামিকা। অভিনেতা উদয় প্রতাপ সিংহের সঙ্গে সাত পাকে ঘুরেছেন তিনি। ঘনিষ্ঠ বৃত্তে বলিউডি কায়দায় দিয়ে সারেন অনামিকা। তিনি দ্রুত টেলিভিশনে ফিরতে চান। চাইছেন নতুন একটি চরিত্রে দর্শকদের সামনে উপস্থিত হতে।
ইন্ডাস্ট্রিতে বডি শেমিং এর অভিযোগ নতুন নয়। এর আগেও বহু অভিনেতা -অভিনেত্রীদের শুনতে হয়েছে বাঁকা মন্তব্য। তবুও নিজেদের ভেঙে গড়ে পুনরায় আগের জায়গায় নিয়ে এসেছেন তাঁরা। অভিনয় জগতের কাজ স্থায়ী নয়। যখন হাতে কাজ আসে, তখন সেই অনুযায়ী কাজ করতে হয়। স্থায়িত্ব না থাকায় অভিনয়ের কাজ নিয়ে সর্বক্ষণ চিন্তায় থাকেন কলাকুশলীরা। অনেক ক্ষেত্রেই দেখা গেছে, বয়স বাড়লে অভিনেতার চরিত্র থেকে বাতিল হয়েছেন অনেকে। আবার, চেহারার পরিবর্তন এলে প্রধান চরিত্র থেকে পাশ কাটানো হয়েছে বহু অভিনয়শিল্পীকে। এমনকি খল চরিত্রে অভিনয় করলে, মুখ্য চরিত্র পাচ্ছেন না ইন্ডাস্ট্রির অনেক অভিনয় শিল্পী! এবার বডি শেমিং এর শিকার হলেন টলিউড অভিনেত্রী অনামিকা। এই পরিস্থিতির দ্রুত প্রতিকার হোক, আপাতত এটাই মনেপ্রাণে চাইছেন তিনি।
বিনোদন, টেলিভিশন, লাইফস্টাইল, ট্রাভেল, ব্যবসা, টেকনোলজি, শিক্ষা, কর্মসংস্থান সংক্রান্ত আরও খবর পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।