সাতকাহন প্লাস নিউজ ডেস্ক: টলিউডের (Tollywood) জনপ্রিয় মুখ তিনি। অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র (Rupanjana Mitra) পর্দায় অভিনেত্রীদের দাপুটে শাশুড়ি। স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়ায়’ (Anurager Chhowa) তাঁর নজরকাড়া অভিনয় অবাক করেছে দর্শকদের। তবে অভিনেত্রী তাঁর ব্যক্তিগত জীবনে একাধিক চড়াই উৎরাই পেরিয়েছেন। জীবনের বাঁকে পাশে পেয়েছেন চলচ্চিত্র পরিচালক সঙ্গী রাতুল মুখার্জিকে (Ratool Mukherjee)। ছয় বছর বয়স পেরিয়ে গেছে তাদের সম্পর্কে। অবশেষে পরিণতি পেতে চলেছে তাঁদের সম্পর্ক। এদিন ১৯ এপ্রিল চার হাত এক হবে রূপাঞ্জনা (Rupanjana Mitra)ও রাতুলের (Ratool Mukherjee)।
টলিপাড়ার চর্চিত জুটি রাতুল -রূপাঞ্জনা। প্রেমে পড়ার পর থেকে লিভ ইন করছিলেন জুটি। গত বছর পাহাড়ে সেরেছিলেন বাগনান। প্রেমিকের সঙ্গে আংটি বদল করে সম্পর্ককে একধাপ এগিয়ে ছিলেন রূপাঞ্জনা। এবার রাতুলের হাত পাকাপাকি ধরার পালা। কিছু বছর আগে আরও একবার প্রেমে পড়েছিলেন রূপাঞ্জনা। সেই সম্পর্ক গড়ায় বিয়ে পর্যন্তও। সামাজিক বাধা অতিক্রম করে ভিন্ন ধর্মের পাত্র রেজাউল হককে বিয়ে করেছিলেন রূপাঞ্জনা। অভিনেত্রীর প্রথম বিয়ের বয়স পেরিয়েছে প্রায় সতেরো বছরের। বিয়ের কিছু বছর পর জন্ম হয় ছেলে রিয়ানের। কিন্তু ছেলের জন্মের বছর চারেকের মধ্যে আইনত বিচ্ছেদ হয় রেজাউল-রূপাঞ্জনার। বাবা হিসেবে রেজাউলকে কাছে পায়নি রূপাঞ্জনার একরত্তি ছেলে। মায়ের সঙ্গেই থাকে সে।
আজ থেকে প্রায় সাড়ে ছয় বছর আগে রূপাঞ্জনার জীবনে আসেন রাতুল। প্রথম আলাপের দিন তিনেকের মধ্যেই সম্পর্কে জড়ান রাতুল-রূপাঞ্জনা। তারপর দেখতে দেখতে কেটে গিয়েছে অনেকগুলি বছর। দীর্ঘ সাড়ে ছয় বছরের সহবাসে একে অপরকে খুব কাছ থেকে চিনেছেন রাতুল -রূপাঞ্জনা। ছেলে রিয়ানের সঙ্গে রাতুলের খুব ভালো সম্পর্ক। অভিনেত্রী বলেন, রিয়ান ওকে অ্যাকসেপ্ট করে নিয়েছে।
রাতুলকে ভালোবেসে ‘চ্যাম্প’ বলে ডাক রিয়ান। রাতুল বলেন এই ডাকটাই ভালো, এই ডাকটাই মিষ্টি। রিয়ানের পড়াশোনাতেও পুরোদমে সাহায্য করে রাতুল। একাধারে রিয়ানের বাবা ও বন্ধু হয়ে উঠেছে সে। যতদিন এগিয়েছে রিয়ানের সঙ্গে সম্পর্ক গাঢ় হয়েছে রাতুলের। গত বছরের ২৩ ফেব্রুয়ারি মিরিকের ডন বস্কো চার্চে বাগদান সেরেছিলেন রাতুল ও রূপাঞ্জনা। ছেলে রিয়ানের সামনেই আংটি বদল করেছিলেন তাঁরা। হবু দম্পতির বক্তব্য, রিয়ানের মুখ চেয়েই এবার সাত পাকে ঘোরার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
রাতুলের সঙ্গে তার বিয়ের কথা ছেলেকে কিভাবে বুঝিয়েছেন রূপাঞ্জনা। অভিনেত্রী বলেন, ‘আমি ওকে বলেছি বিয়েটা একটা পুজোর মতো। সপ্তাহে বিভিন্ন দিনে যে বিভিন্ন দেবতার পূজা হয় তা রিয়ান জানে। তাই আমি ওকে বলেছি বিয়েটাও একটা পুজো। যতটা সহজ করে বলা যায় আরকি। তবে অভিনেত্রী এও বলেন, আমরা অপেক্ষা করেছি। রিয়ান যতদিন না বোঝার মতো বয়সে এসেছে, তার থেকে মতামত আমরা জানতে পেরেছি, ততদিন পর্যন্ত বিয়ের সিদ্ধান্ত নিইনি। অন্যদিকে সাম্প্রতিক সাক্ষাৎকারে রাতুলও জানিয়েছেন, সবটাই রিয়ানকে ঘিরে। তাদের সম্পর্কে রিয়ানের অবদান অনেক।
নিজের চেয়ে বয়সে ছোট প্রেমিককে বিয়ে করার সিদ্ধান্তে নানান কটূক্তি কথা শুনতে হয়েছে হবু দম্পতিকে। তবে এসবে কান দিতে রাজি নন তাঁরা। তিনজনের নাম মিলিয়ে একটা আশ্চর্য সমীকরণ দাঁড়ায়। ‘আর আর আর’ রাতুল -রিয়ান-রূপাঞ্জনা। এটাই তাদের সুখের হদিশ। তাই সমাজের মিথকে মিথ্যে প্রমাণ করে, আর সমাজের চোখ রাঙানি উপেক্ষা করে এদিন ১৯ এপ্রিল বিবাহিত সম্পর্কে বাঁধা পড়তে চলেছেন রাতুল-রূপাঞ্জনা।
বিনোদন, টেলিভিশন, লাইফস্টাইল, ট্রাভেল, ব্যবসা, টেকনোলজি, শিক্ষা, কর্মসংস্থান সংক্রান্ত আরও খবর পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।