সাতকাহন প্লাস নিউজ ডেস্ক: বর্তমানে দাঁড়িয়ে ভবিষ্যতের কথা আমরা কেউই জানিনা। তবে এক বিশেষ মানুষ রয়েছেন যিনি ভবিষ্যৎ দেখতে পান। এর আগেও মিলে গিয়েছে তার বহু ভবিষ্যৎ বাণী। আবারও ২০২৪ সাল নিয়ে গায়ে কাঁটা দেওয়া ভবিষ্যৎবাণী করলেন বাবা ভাঙ্গা (Baba Vanga Prediction)। দেশে দেশে ছড়িয়েছে তাঁর নাম। তার এক কথায় হাড়হিম হয়ে যাবে সবার। আবারও চলতি বছর নিয়ে বাবা ভাঙ্গার ভবিষ্যৎ বাণী অবাক করলো সবাইকে। (Baba Vanga Prediction For 2024)।
এর আগে যতবার তিনি ভবিষ্যৎবাণী করেছেন তা সবই অক্ষরে অক্ষরে মিলে গেছে। অতএব তাঁর ভবিষ্যৎবাণী অটুট তা প্রমাণিত। বর্তমানে তিনি আলোচিত সর্বত্র। তাঁকে নিয়ে আলোচনা হয় দেশ থেকে দেশান্তরে। বহু মানুষ যারা ভবিষ্যৎ বাণী বিশ্বাস করেন না, তাঁরাও বাবা ভাঙ্গার কথায় বিশ্বাস করতে বাধ্য হন। এমনই শক্তিশালী তাঁর বাণী। ভালো, খারাপ উভয়ের সংমিশ্রণে একটি বছরকে হুবহু চোখের সামনে এঁকে দিতে পারেন বাবা ভাঙ্গা। বিশ্বজোড়া সুনাম তাঁর। তাঁকে সমীহ করেন না এমন কেউ নেই। ২০২৪ সাল কেমন হবে তা নিয়ে গায়ে কাঁটা দেওয়া ভবিষ্যৎবাণী করলেন তিনি।
বর্তমানে প্রকৃতির রোষে ছারখার হচ্ছে মানুষ। প্রাকৃতিক দুর্যোগের চিন্তায় কপালে ভাঁজ বিজ্ঞানী দের। প্রকৃতির গতি বোঝা মুশকিল। কি হবে, কি হবে না, তা আগের থেকে বলতে পারেন না কেউ। তবে বাবা ভাঙ্গা পারেন। সম্প্রতি তিনি জানিয়ে দিয়েছেন এই মুহূর্তে দাঁড়িয়ে অর্থাৎ ২০২৪ সালে প্রকৃতির কি কি পরিবর্তন হতে চলেছে, কি কি প্রাকৃতিক দুর্যোগ ঘনিয়ে আসছে পৃথিবীর ওপর। কি বলেছিলেন বাবা ভাঙ্গা? চলুন জেনে নেওয়া যাক।
এর আগে বাবা ভাঙ্গা সুনামির ভবিষ্যৎবাণী করেন যা হুবহু মিলে গিয়েছিল। চলতি বছরের প্রাকৃতিক দুর্যোগ নিয়ে তেমনই কিছু ভবিষ্যৎবাণী তুলে ধরেছেন বাবা ভাঙ্গা। তিনি আগেই বলেছিলেন। একই একই সেই সব ভবিষ্যৎবাণী সত্যি হতে দেখছেন সাধারণ মানুষ। যেমন- বাবা ভাঙ্গার কথা ছিল, সারা পৃথিবীতে চরমভাবাপন্ন আবহাওয়া দেখা যাবে। যা সত্যি সত্যি দেখা যাচ্ছে। তাপমাত্রা ঊর্ধ্বমুখী হয়ে পুড়ছে সারা বিশ্ব। সমস্যায় মানুষ। তিনি বলেছিলেন এই আবহাওয়া বিপর্যয় মানুষের জীবনে সংকট ডেকে আনবে। সত্যিই সেই পরিণতি বাস্তবে দেখা যাচ্ছে।
বাবা ভাঙ্গা বলেছিলেন, ভয়ানক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। এই ভবিষ্যৎবাণীও কিছুটা হলেও মিলে গেছে। লন্ডনে এমন ভয়ংকর বজ্রবিদ্যুৎ-এর প্রকোপ দেখা গেছে যে, চমকে উঠেছেন মানুষ। অনেকেই বলেছেন, মনে হচ্ছে যেন বিস্ফোরণ হচ্ছে। এদিকে আবহাওয়া আরো সংকটের দিকে এগোচ্ছে। বিজ্ঞানীদের একটি রিপোর্টে সামনে আসছে চিন্তার মত কিছু তথ্য। যেমন বৈজ্ঞানিক রিপোর্ট বলছে, চলতি বছর তাপমাত্রায় ব্যাপক পরিবর্তন দেখা দেবে। অতীতের রেকর্ড ভাঙবে তাপমাত্রার পারদ। তাপমাত্রা এতটাই মাত্রাছাড়া হবে যে, গত ৪০ বছরেও তা দেখা যায়নি। তথ্য খাতায়-কলমে শুধু নয়, বাস্তবেও সত্যি। প্রমাণিত বারংবার।
বিনোদন, টেলিভিশন, লাইফস্টাইল, ট্রাভেল, ব্যবসা, টেকনোলজি, শিক্ষা, কর্মসংস্থান সংক্রান্ত আরও খবর পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।