Follow Satkahan Plus at Google News
গুগল নিউজে আমাদের পড়ুন


তানিয়া রায় চৌধুরী: বলিউড (Bollywood) ডিভা অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Dipika Padukone)। পর্দায় তার প্রতিভা মুগ্ধ করেছে দর্শকদের। বর্তমানে বলিপাড়ার (Bollywood) প্রথম সারির নায়িকাদের মধ্যে দীপিকার (Dipika Padukone) নাম জ্বলজ্বল করে। বলিউডের (Bollywood) অন্যতম ব্যস্ত অভিনেত্রী তিনি। দর্শকের মনে রাজ করা দীপিকা পাড়ুকোন (Dipika Padukone) এবার মা হতে চলেছেন। হবু মা কিছুদিন আগেই জানান, তার ওর রণবীর সিংয়ের (Ranveer Singh) প্রথম সন্তান আসার কথা। এই খবর শুনে অত্যন্ত খুশি তার অনুরাগীরা। তবে হঠাৎ করেই এমন এক ছবি দেখা গেল, যা দেখে আঁতকে উঠলেন দর্শক মহল। অভিনেত্রী ও হবু মা দীপিকার (Dipika Padukone) পিঠ জুড়ে পোড়া দাগ! হঠাৎ করে হলটা কি অভিনেত্রীর? চিন্তায় পড়লেন সবাই।

৩৭ বছর বয়সে নিজের প্রথম মাতৃত্বের সাজ গ্রহণ করছেন দীপিকা। বিয়ের পাঁচ বছর পরে তাঁরা পৃথিবীতে সন্তান আনার সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই সময়টাকে যথেষ্ট আনন্দের সাথে কাটাচ্ছেন। এর মাঝে তোর সোশ্যাল মিডিয়াতে আপলোড করা একটি ছবিতে যেখানে তার পিঠে কালো স্পট বোঝা যাচ্ছে। আর সেই ছবি পোস্ট হওয়ার পর থেকেই তোলপাড় হয়ে চলেছে সোশ্যাল মিডিয়া। ছবিতে দেখা যাচ্ছে, দীপিকার পিঠে কালো বর্ণের পোড়া দাগ। অভিনেত্রীর এহেন চেহারা দেখে কার্যত চিন্তিত হলেন সবাই। যদিও স্ত্রীর ছবি ক্লিক করে বেজায় আনন্দ পেয়েছেন স্বামী রণবীর।

আরো পড়ুন  Soumitrisha Kundu: 'উচ্ছেবাবুর' বিয়ের আগেই প্রেমিকের নাম ফাঁস করলেন সৌমিতৃষা! মিঠাই রানীর মনের মানুষ কে? জানলে অবাক হবেন

দীপিকার পিঠে পোড়া দাগ!

প্রথম সন্তান আসার আনন্দে আটখানা ‘দীপবীর’। সেই আনন্দ উপভোগ করতে সম্প্রতি বেবিমুনে গিয়েছিলেন তাঁরা। আর সেখান থেকেই একটি ছবি সমাজ মাধ্যমে শেয়ার করেছেন‌ নায়ক রণবীর। ছবিতে দেখা যাচ্ছে, রণবীর পত্নী দীপিকার পিঠে পড়েছে কালো বর্ণের পোড়া দাগ। আসলে সেটিকে পোড়া দাগ না বলে রোদের ভালোবাসা বলা যেতে পারে! বেবিমুনে ঘুরতে গিয়ে পিঠে ট্যান পড়েছে দীপিকার। ‌এই দাগ কোন কালশিটে দাগ নয়। বরং এই দাগ সানট্যান।‌ এই ছবি দেখে দীপিকা অনুরাগীদের অনেকেই অনেক রকমের মন্তব্য করেছেন। সমাজ মাধ্যমে একজন লিখেছেন, “আমাদের প্রিয় মেয়েটি সানট্যান উপভোগ করছে।” আবার একই রকম ভাবে অন্য একজন লেখেন, “হবু মা তাঁর গর্ভাবস্থা উপভোগ করছেন।”

দীপিকা পাড়ুকোন-রণবীর সিং বলিউডের তারকা দম্পতি জানিয়েছেন যে, চলতি বছরের সেপ্টেম্বরে তাঁদের সন্তান আসছে। তাই সন্তান আসার আগে নিজেদের কাজগুলো মিটিয়ে নিতে চাইছেন তারা। দম্পতির তরফে জানানো হয়েছে, তাদের সন্তানের আগমন‌ হবে ব্যাঙ্গালোরে। বোঝাই যাচ্ছে, মা হওয়ার আগের মুহূর্তে দীপিকা নিজের মায়ের আদর এবং যত্নে থাকবেন।‌

তবে সম্প্রতি দীপিকার যে ছবিটি পোস্ট হয়েছে, সেই ছবিতে স্পষ্ট দীপিকার পিঠের সানট্যান। কিছুদিন আগে দীপিকা জানান মা হওয়ার আগে নিজের রূপ বদলে নিচ্ছেন তিনি। সম্প্রতি তিনি একটি সেলফি পোস্ট করে সবাইকে জানিয়েছেন, নিজের ছোট চুলকে তিনি আবার বড় করে নিয়েছেন। ছবির ক্যাপশনে মজা করে দীপিকা লেখেন, তিনি তার বড় চুলকে মিস করছিলেন।

আরো পড়ুন  Rupanjana-Ratool Weeding: ছেলেকে কোলে বসিয়েই বিয়ে সারলেন রূপাঞ্জনা! লাল টুকটুকে শাড়ি, সিঁদুরে নববধূ রাতুল প্রেয়সী…

‘ফাইটার’ সিনেমাতে হৃত্বিক রোশনের বিপরীতে কাজ করার পর তাকে আর পর্দায় ফেরত আসতে দেখা যায়নি। আপাতত শোনা যাচ্ছে, প্রভাসের সাথে তার নতুন ছবির শুটিং চলছে। এই ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করবেন অমিতাভ বচ্চন ও কমল হাসান। এর পাশাপাশি, দীপিকা অমিতাভ বচ্চনের সঙ্গে আরেকটি ছবিতেও কাজ করতে চলেছেন। সেটি হল ‘দ্য ইন্টার্নের’ হিন্দি রিমেক। বলাই বাহুল্য, মাতৃত্বের পাশাপাশি কাজ সমান তালে চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী। ব্যক্তিগত জীবন ও কর্মজীবনের ব্যালেন্স সত্যি তার থেকে শিখতে হয়!

লিখতে আগ্রহী, লেখালেখি করতে ভালোবাসি। চেষ্টা করি মানুষের স্বার্থে দ্রুত খবর পৌঁছে দেওয়ার।