সাতকাহন প্লাস নিউজ ডেস্ক: টেলিভিশন পর্দা থেকে সাফল্যের সিঁড়ি বেয়ে বড় পর্দায় পৌছে গিয়েছেন ‘মিঠাই রানী’ সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)। মিঠাই (Mithai) ছাপিয়ে এখন তার নাম হয়েছে রুমি। একটি সিনেমার পর নতুন সিনেমার প্রস্তুতিতে মজেছেন অভিনেত্রী। অভিনেত্রী বরাবরই থাকেন চর্চার খাতায় প্রথম দিকে। নানান ধরনের আলোচনার কেন্দ্রবিন্দু তিনি। বিশেষ করে প্রেম ও প্রেমিকের চর্চায় সর্বদা নাম ওঠে সৌমিতৃষার (Soumitrisha Kundu)। কারণ তিনি মনের মানুষের নাম স্বীকার করেননি আগে। এদিকে, ধুমধাম করে বিয়ে করছেন মিঠাই রানীর অনস্ক্রিন স্বামী আদৃত রায় (Adrit Roy)। সিরিয়ালের প্রেমিকার সঙ্গে বিয়ে করছেন তিনি। তবে আর চুপ নন সৌমিতৃষা (Soumitrisha Kundu)। ঘোষণা করেই দিলেন নিজের প্রেমিকের নাম।
অনেকদিন ধরেই সবাই জানতে চেয়েছিলেন, কে সৌমিতৃষার মনের মানুষ। তবে সবাইকে অপেক্ষা করিয়ে মনের মানুষটিকে আড়ালে রেখেছিলেন মিঠাই। এদিকে আদৃত-কৌশাম্বীর বিয়ে সর্বত্র হুল্লোড় ফেলে দিয়েছে। এককালে আদৃতর সঙ্গে ভালো সম্পর্ক থাকলেও কৌশাম্বী আসার পর একটু হলেও দূরত্ব বেড়েছে দুজনের। যদিও আদৃত সৌমিতৃষার অনস্ক্রিন রসায়ন আজও মনে একশো শতাংশ জায়গা জুড়ে অনুরাগীদের। তবে কি আর করা যায়, মিঠাইকে অতীতে ফেলে ভবিষ্যতের দিকে হাঁটছেন সৌমিতৃষা কুন্ডু। তবে তিনি যতদিন সামনে থাকবেন, চর্চা তাকে নিয়ে চলতে থাকবে।
আদৃতর বিয়ের কারণে কিছুদিন আগেই একজোট হয়েছিল মোদক পরিবার। হতে পারে, সেদিনই ছিল উচ্ছেবাবুর আইবুড়ো ভাত। আর সবাই উপস্থিত থাকলেও ছিলনা সেখানে মিঠাইরানী সৌমিতৃষা।মিঠাইহীন ফাঁকা ফ্রেম নজর কেড়েছিল সবার। অনেকেই ধরে নিয়েছিলেন আদৃতর সঙ্গে দূরত্বের কারণে মিঠাই পরিবারের মুখোমুখি হচ্ছে না সৌমি। যদিও মুখে কুলুপ আঁটা অভিনেত্রী সংশ্লিষ্ট বিষয়ে একটিও মন্তব্য করেননি। উল্টে, নিজের প্রেমিকের নাম ঘোষণা করেছেন মিঠাই।
বিনোদনপ্রেমী নায়িকা সৌমিতৃষা সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া সাইটে করিনা ও শাহিদ কাপুরের ‘যব উই মেট’ সিনেমার একটি সিন ভাগ করে নেন। যা এডিট করে জুড়ে দেওয়া হয়েছে ক্যাপশন। মিঠাই রানীর শেয়ার করা ভিডিওটিতে দেখা যাচ্ছে দুটি অংশ। এটা হল কারিনার আর অপরটি হল শাহিদের। দুটি ভার্সন যেন কথা বলছে! ঠিক কি শেয়ার করেছিলেন অভিনেত্রী? সৌমির শেয়ার করা ভিডিওতে মেয়েটি মানে করিনার ভিডিয়ো অংশে লেখা, ‘আমি ননস্টপ কথা বলি’। আর অন্যদিকে, ছেলেটি অর্থাৎ শাহিদের অংশের সঙ্গে লেখা, ‘সমস্ত মনযোগ দিয়ে আমার কথা শোনে ও’। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করে সৌমিতৃষা লিখেন, ‘একদম সত্যি(ট্রু)’। অভিনেত্রীর শেয়ার করা এই ভিডিও থেকেই তার প্রেমিক চর্চা আরো একবার তুঙ্গে চড়লো।
প্রসঙ্গত, চলতি বৈশাখে আগামী ৯ মে চার হাত এক হবে আদৃত -কৌশাম্বীর। ইতোমধ্যে দুই পরিবারে চলছে বিয়ের প্রস্তুতি। বিয়ের কেনাকাটা থেকে মেনু ঠিক, মিঠাইয়ের দুই সদস্য এখন ব্যস্ত বিয়ের কাজে। নববধূ কৌশম্বীকে বরণ করবে আদৃতর পরিবার। দুই বাড়িতে চলছে প্রতীক্ষার প্রহর গোণা।
বিনোদন, টেলিভিশন, লাইফস্টাইল, ট্রাভেল, ব্যবসা, টেকনোলজি, শিক্ষা, কর্মসংস্থান সংক্রান্ত আরও খবর পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।