Follow Satkahan Plus at Google News
গুগল নিউজে আমাদের পড়ুন


সাতকাহন প্লাস নিউজ ডেস্ক: রোজ একটু একটু করে নতুন রেকর্ডের দিকে হাঁটছে পশ্চিমবঙ্গের তাপমাত্রা পারদ‌ (WB Tempareture Rising)। চলতি বছরের রেকর্ড গরম ভেঙেছে ৫০ বছরের রেকর্ড (Summer In WB)। তাপমাত্রা এখনই কমছে না, বরং রাজ্যজুড়ে তাপপ্রবাহের (Heat Wave) সতর্কতা জারি হয়েছে। সতর্ক করা হচ্ছে মানুষকে। বাইরে বেরোবার আগে তাপমাত্রার চোখ রাঙানি দেখে ভীত সন্ত্রস্ত বঙ্গবাসী। এর মধ্যে গতকাল বৃহস্পতিবার ১৯৮০ সালের রেকর্ড ছুঁয়ে ফেলেছে ‌তিলোত্তমার পারদ (Temperature Rising in Kolkata)। এদিন শুক্রবার তাপমাত্রা কম নয়, বদলে আরও দুই-তিন ডিগ্রি বাড়বে বলে আবহাওয়া দপ্তর সূত্রের খবর। রাজ্যের বেশ কিছু জেলায় জারি করা হয়েছে তীব্র তাপপ্রবাহের ‌সতর্কতা (Heat Wave Alerts)। এরই মধ্যে বৃষ্টির সম্ভাবনা জারি করেছে‌ হাওয়া অফিস। ‌

দক্ষিণবঙ্গে ‘লু’-এর সর্তকতা জারি!

তাপমাত্রা কমার নাম নেই। উল্টে তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে রাজ্য জুড়ে। আগামী এক সপ্তাহ জুড়ে তাপপ্রবাহ চলবে রাজ্যের জেলায় জেলায়। কোথাও কোথাও তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। এদিন ২৬ এপ্রিল দক্ষিণ চব্বিশ পরগণা, মেদিনীপুর পশ্চিম, মেদিনীপুর পূর্ব,পশ্চিম বর্ধমান, হাওড়া , হুগলি জেলায় বেলা থেকে লু বইবে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর। এছাড়া দক্ষিণবঙ্গের তিনটি জেলা উত্তর চব্বিশ পরগণা, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় তীব্র তাপপ্রবাহের সর্তকতা জারি হয়েছে। রাজ্যের অধিকাংশ জায়গাতে‌ তাপমাত্রা বৃদ্ধি আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। গরম থেকে বাঁচতে বাহিরমুখী না হতে নির্দেশ দিচ্ছে আবহাওয়া দপ্তর।

আরো পড়ুন  H.S Semester System: উচ্চমাধ্যমিকের প্রত্যেক সেমিস্টারে থাকছে পাশ, ফেল! সিদ্ধান্ত বদল করল সংসদ, কত নম্বর পেলে পাশ হবেন H.S?

১৯৮০ সালের রেকর্ড ভাঙল গরম!

অতীতে ১৯৮০ সালের এপ্রিল মাসে কলকাতার তাপমাত্রা ছিল ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বৃহস্পতিবার তিলোত্তমার তাপমাত্রা পৌঁছালো ৪১.৬ ডিগ্রী সেলসিয়াস। ৪৪ বছরের তাপমাত্রা ছুঁয়ে‌ বীরদর্পে ঊর্ধ্বমুখী বঙ্গের তাপমাত্রা পারদ। ‌আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে জারি হয়েছে হিট ওয়েভের সতর্কতা। এক ধাক্কায় এক থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে জেলায় জেলায়। ‌এদিন দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে। দিনের বেলায় জারি থাকবে লু।‌ হাওয়া অফিসের খবর, দক্ষিণবঙ্গের কোথাও এদিন বৃষ্টির সম্ভাবনা নেই।

এদিন কোথায় বৃষ্টি?

দক্ষিণবঙ্গে বৃষ্টি দেখা না গেলেও, উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় এদিন বৃষ্টি হবে বলে জানা যাচ্ছে। মূলত দুই জেলার উপর ঘন মেঘে বর্ষণ হতে চলেছে। আইএমডি রিপোর্ট থেকে জানা যায়, আজ ও আগামীকাল উত্তরবঙ্গের দুই পাহাড়ি জেলা দার্জিলিং এবং কালিম্পঙে বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের অন্যান্য জেলায় তাপমাত্রা বাড়বে। যদিও দক্ষিণবঙ্গের মতো তাপপ্রবাহের সম্ভাবনা নেই উত্তরবঙ্গে। তিনটি জেলা উত্তর আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে তাপমাত্রাবৃদ্ধির পাশাপাশি আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে।

বিনোদন, টেলিভিশন, লাইফস্টাইল, ট্রাভেল, ব্যবসা, টেকনোলজি, শিক্ষা, কর্মসংস্থান সংক্রান্ত আরও খবর পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।