Follow Satkahan Plus at Google News
গুগল নিউজে আমাদের পড়ুন


সাতকাহন প্লাস নিউজ ডেস্ক: টেলিভিশনে (Television) তিনি ‘মিঠাই’ (Mithai) নামে পরিচিত। ধারাবাহিককে অভিনয়ের পর সোজা নাম লিখিয়েছেন বড়পর্দায়। প্রথম ছবিতেই দেবের (Dev) সঙ্গে জুটি বেঁধেছিলেন সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)। টেলিভিশন নায়িকার সিনেমায় চান্স পাওয়া, আর প্রথম ছবিতে সুপারস্টার দেবের (Dev) সঙ্গে জুটি বাধার খবরে রীতিমতো শোরগোল পড়ে যায় সোশ্যাল মিডিয়ায় (Social Media)। একের পর এক কটাক্ষে বিদ্ধ করা হতে থাকে অভিনেত্রীকে। যদিও কোনও ট্রোল-ই (Trolling) গায়ে মাখেননি ‘মিঠাই’ (Mithai)। বরং হেসেই বলেন, “বিনোদন শুধু দিলে হবে, বিনোদন তো নিতেও হবে।”

একসময় জি বাংলার সুপারহিট ধারাবাহিক ছিল ‘মিঠাই’ (Mithai)। ‌ধারাবাহিকের প্রধান চরিত্রে অভিনয় করেন সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)। ধারাবাহিকটি অচিরেই প্রভূত জনপ্রিয়তা লাভ করে। জনে জনে পরিচিত হতে থাকে মিঠাই। এমনকি হিন্দি ধারাবাহিক হিসেবেও আত্মপ্রকাশ করে জি বাংলার হিট মেগা। পর্দায় আদৃত রায়ের সঙ্গে ‘মিঠাই রানী’ সৌমিতৃষার জুটি দেখে অভিভূত হয়ে যান দর্শক মহল। আদৃত-সৌমিতৃষার মতোই জনপ্রিয়তা পান ধারাবাহিকের অন্যান্য অভিনয় শিল্পীরা। ধারাবাহিক শেষ হতে বেজায় মন খারাপ
সবার।

পর্দায় ‘মিঠাই’ শেষ হতে একলাফে বড়পর্দায় চান্স পেয়ে যান অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। আর তাতেই হলো বিপত্তি। ট্রোলারদের আক্রমণের মুখে পড়লেন অভিনেত্রী। কিভাবে ধারাবাহিক করেই একেবারে দেবের নায়িকা হয়ে উঠলেন তিনি? স্বজনপোষণ ছাড়াও নোংরা আক্রমণের তীর ছুটে আসতে থাকে অভিনেত্রী সৌমিতৃষার দিকে। তবে সবকটি আক্রমণ হাসিমুখে হজম করে নিয়েছেন তিনি। দাপিয়ে অভিনয় করেছেন বড় পর্দায়। গত ডিসেম্বরে মুক্তি পেয়েছিল দেব সৌমিতৃষার ‘প্রধান’ ছবিটি। মুক্তি পাওয়ার পর ১০০ দিনের গন্ডি পার করেছে ‘প্রধান’। ছবিটির বক্সঅফিসের ফল যথেষ্ট ভালো। সব মিলিয়ে অভিনেত্রীর প্রথম ছবি সফল বলা যায়।

আরো পড়ুন  Kanchan-Sreemoyee: "মোহে রং দো লাল…" বিয়ের পর প্রথম দোলে 'রঙিন' লাভবার্ডস কাঞ্চন-শ্রীময়ী!

‘প্রধানের’ ১০০ দিনের জাঁকজমক সেলিব্রেশনে হাসিমুখে উপস্থিত ছিলেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। তাঁকে নিয়ে এত ট্রোলিং হয়েছে, মুখ বুজে সয়ে গিয়েছেন পর্দার রুমি। তারপর এত বড় একটা সাফল্য। ‌এবার কী বলতে চান অভিনেত্রী? উত্তরে সৌমিতৃষা বলেন, “বিনোদন শুধু দিলে হবে? বিনোদন তো নিতেও হবে।” অর্থাৎ এতদিন যত ট্রোল হয়েছে, সবটাই বিনোদনের মতো করে গ্রহণ করেছেন মিঠাই। ‌ এরপর অভিনেত্রী বলেন, তিনি যতদিন আছেন, তাঁকে নিয়ে চর্চা হবেই। সবাইকে খেয়াল রেখে চলবেন সৌমিতৃষা যে, তিনি আছেন, তিনি থাকবেন। আর তিনি যতদিন আছেন কথা তো হবেই বস!

ভিনেত্রীর সাফ উত্তরে কি উচিত জব্দ হল ট্রোলাররা? নাকি এরপরেও জল্পনা অব্যাহত থাকবে তাঁকে ঘিরে? যদিও তাতে কিছুই যায় আসে না মিঠাইয়ের। তিনি ফোকাস করছেন তার কেরিয়ারে। ‌প্রথম ছবি সফল হতে দায়িত্ব আরও বহুগুণ বেড়ে গিয়েছে। নতুন চরিত্র বাছাইতে অনেক বেশি সতর্ক হয়েছেন সৌমিতৃষা। ছবির সফলতা তাঁর রূপকথার মত লাগছে। তবে এই সফলতা একদিনে আসেনি। বরং দিনের পর দিন পরিশ্রমের ফল। সে পরিশ্রম আপাতদৃষ্টিতে কারুর চোখে পড়ে না। ‌ পাহাড়ে ওঠার সময় পা থেকে ঝরা রক্ত দেখা যায় না, তাই যা খুশি তাই বলে দেওয়া সহজ! এমনটাই বলেছেন সৌমিতৃষা। আপাতত‌ তিনি বিশ্রামে আছেন। সময় দিচ্ছেন নিজেকে। খুব শীঘ্রই পর্দায় নতুন কাজ নিয়ে ফিরছেন। আপাতত এটুকুই আভাস দিয়েছেন সকলের প্রিয় মিঠাই।

আরো পড়ুন  WhatsApp: আশঙ্কার খবর! ভারতবর্ষ থেকে বিদায় নিতে চলেছে হোয়াটসঅ্যাপ? চিন্তায় লক্ষ লক্ষ ইউজার

বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।