Follow Satkahan Plus at Google News
গুগল নিউজে আমাদের পড়ুন


সাতকাহন প্লাস নিউজ ডেস্ক: টেলিভিশন থেকেই তাঁর উত্তরণ। জি বাংলার (Zee Bangla) একটি ধারাবাহিকের (Bengali Serial) অভিনয় জীবন বদলে দিয়েছে তাঁর। ‌টেলিপর্দার (Television) সকলের প্রিয় ‘মিঠাই রানী’ (Mithai) ক্রমে হয়ে ওঠে বড় পর্দার নায়িকা। অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুর (Soumitrisha Kundu) ব্যক্তিগত জীবন ধারাবাহিকের মতোই রোমাঞ্চকর। জীবনে প্রেমের প্রস্তাব এসেছে বিস্তর। এর আগে অনেকের সাথেই নাম জড়িয়েছে তাঁর। তবে অবাক করা কথা হল, অভিনয়ের জন্যই নাকি প্রেম ভেঙেছে সৌমির! সূত্রের খবর, সম্প্রতি এমনটাই জানান অভিনেত্রী। কিন্তু কি ছিল সেই ঘটনা? জানতে কান পেতেছেন সৌমিতৃষার শত শত অনুরাগী।

‘মিঠাই রানীর’ অনস্ক্রিন‌ পার্টনারের বিয়ে নিয়ে ইতোমধ্যে তোলপাড় চলছে চারিদিকে। ‌বৈশাখে বিয়ে করতে চলেছেন ‘উচ্ছেবাবু’ আদৃত এবং দিদিয়া কৌশাম্বি চক্রবর্তী। দুজনের বিয়ে নিয়ে বিস্তর চর্চা চলছে অনুরাগীদের মধ্যেও।‌ এর মধ্যে অভিনেত্রী সৌমিতৃষার প্রেম ভাঙ্গার কাহিনী ‌যেন তরতাজা গল্পের মত ছড়িয়ে পড়ছে চারিদিকে। অভিনেত্রীর জীবনে প্রেমের পথে বাধা হয়ে দাঁড়ায় অভিনয়! এও কি মানা যায়! সৌমিতৃষা নাকি অভিনয়ের জন্য ছেড়েছেন কারোর হাত! সূত্রের খবর ঘটনাটি একেবারেই সত্যি। ‌সৌমির জীবনে এসেছিল প্রেম। তবে সেই প্রেমকে টিকিয়ে রাখতে পারেননি তিনি। ‌ অন্তরায় হয়ে দাঁড়ায় পরিবার ও অভিনয় ব্যস্ততা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মিঠাই জানান, তিনি যখন পড়াশোনা করছিলেন, তখন কোচিংয়ের দুই ক্লাস উঁচুতে পড়া একজন সিনিয়র ‌প্রেমের প্রস্তাব দিয়েছিলেন অভিনেত্রীকে। ঝোঁকের বসে সেই প্রেমের প্রস্তাবে ‘হ্যাঁ’ করে দিয়েছিলেন তিনি। কিন্তু তারপর থেকেই শুরু হতে লাগলো সমস্যা। একদিকে ছিল পারিবারিক চাপ, অন্যদিকে ছিল অভিনয় ব্যস্ততা। দূয়ের মাঝে প্রবল সমস্যায় পড়ে গেলেন ছোটপর্দার মিঠাই। সময় দিতে পারতেন না তৎকালীন প্রেমিককে। একদিন তাঁর প্রেমিক এসে অভিনেত্রীকে জানান, পারস্পরিক সময়ে যেখানে নেই, সেই প্রেম এগিয়ে নিয়ে যাওয়া সমস্যার! এর পর থেকে আর নতুন করে প্রেমের সম্পর্কে জড়ান নি অভিনেত্রী।

আরো পড়ুন  Anamika Chakraborty: বডি শেমিংয়ের‌ শিকার টলিউড অভিনেত্রী অনামিকা চক্রবর্তী! একের পর এক কাজে থেকে বাতিল করা হচ্ছে তাঁকে

সম্প্রতি আদৃত রায়ের বিয়ের খবরে সৌমিতৃষার প্রতিক্রিয়ার খোঁজ শুরু করেছে সোশ্যাল মিডিয়ার গোয়েন্দারা।‌ ‘উচ্ছেবাবুর’ বিয়েতে সত্যিই কি খুশি অভিনেত্রী? নাকি নিতান্তই ব্যস্ততার কারণে দূরে সরে রয়েছেন তিনি? এদিকে বৈশাখে চার হাত এক হতে চলেছে আদৃত -কৌশম্বীর।‌ জোরকদমে চলছে বিবাহের প্রস্তুতি। ‌সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি লেখা শেয়ার করেছিলেন সৌমি। যেখানে তিনি বলেন, ‘মনে কলুষতা রেখে মুখে মিষ্টি কথা বলা আমার দ্বারা হবে না।’ অভিনেত্রী এই কথাটি কাকে উদ্দেশ্য করে বলেছেন, কেন বলেছেন, তা নিয়ে জলঘোলা চলতেই থাকে। তবে ওসংশ্লিষ্ট প্রসঙ্গে মুখ খোলেননি অভিনেত্রী।

প্রসঙ্গত অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুর সঙ্গে এর আগেও নাম জড়িয়েছে টেলিভিশনের বহু অভিনেতার। তবে সমস্ত জল্পনাকে হাসিমুখে উড়িয়ে দিয়েছেন তিনি। আপাতত অভিনেত্রীর ধ্যান-জ্ঞান ভালোবাসা সবটাই তাঁর অভিনয়। ‘প্রধানের’ পর নিজেকে বড়পর্দায় আবার ফিরিয়ে আনতে চান তিনি। কানাঘুষো খবর, গোপনে তারই প্রস্তুতি নিচ্ছেন সৌমিতৃষা।

(প্রসঙ্গত, খবরটি সূত্র মারফত পাওয়া। সাতকাহন প্লাসের তরফে আলাদাভাবে বিচার, বিবেচনা করা হয়নি।)

বিনোদন, টেলিভিশন, লাইফস্টাইল, ট্রাভেল, ব্যবসা, টেকনোলজি, শিক্ষা, কর্মসংস্থান সংক্রান্ত আরও খবর পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।