Follow Satkahan Plus at Google News
গুগল নিউজে আমাদের পড়ুন


সাতকাহন প্লাস নিউজ ডেস্ক: দুদিন আগে গাঁটছড়া বেঁধেছেন ‘মিঠাই’ (Mithai) নায়ক আদৃত রায় (Adrit Roy) ও অভিনেত্রী কৌশাম্বি চক্রবর্তী (Kaushambi Chakraborty)। টলিউডের মিষ্টি জুটি নামে পরিচিত আদৃত-কৌশম্বির (Adrit-Kaushambi) বিবাহের ছবি আগেই ভাইরাল (Viral) সোশ্যাল মিডিয়ায় (Social Media)।অনুরাগীরা ‘আদৃশাম্বি’-র খবর পাওয়ার জন্য মুখিয়ে রয়েছেন। দেখতে দেখতে বিয়ের পর কেটে গিয়েছে দুটি দিন। আজ শহর কলকাতায় স্বপ্নের রিসিপশন টলিউডের পাওয়ার কাপলের। বৌভাত সন্ধ্যায় নজরকাড়া ঝকঝকে লুকে ধরা দিলেন নবদম্পতি।

গত ৯ মে বিবাহ বন্ধনে বাঁধা পড়েছেন তাঁরা। বিয়ের সন্ধ্যায় লাল বেনারসি গা ভরা গয়নায় সাবেকি সাজে ধরা দিয়েছিলেন আদৃত প্রিয়া কৌশাম্বি। ভাত কাপড়ের অনুষ্ঠানেও সেজেছিলেন মন ভরে। আদৃতর নামে সিঁথি রাঙিয়ে সীমন্তিনী হয়েছেন কৌশাম্বি। অভিনেত্রীর নতুন বউয়ের সাজ দেখে অবাক হয়েছেন অনুরাগীরা। ‌অনেকেই বলছেন বিয়ের আনন্দে রূপ খোলতাই হয়েছে কৌশাম্বির। হাসিখুশি অভিনেত্রী ‌আদৃতর বাহুলগ্না হয়ে ছবি শেয়ার করেছেন। নতুন বউকে কোলে নিয়ে ছবি দিয়েছেন নায়ক আদৃত।

সবার নজর ছিল জুটির রিসেপশনের দিকে। এদিন কিরকম সেজেছিলেন তাঁরা? আদৃত-কৌশাম্বী তাঁদের বৌভাতের দিন পোশাকে মিল রেখেছিলেন। আইভরি রঙের পাজামা-পাঞ্জাবিতে রাজপুত্রের সাজ ছিল ‘মিঠাই’ নায়কের। অন্যদিকে ‌নববধূ কৌশাম্বি সেজেছিলেন, একই রংয়ের লেহেঙ্গায়। চুল কার্ল করে খোলা রেখেছিলেন অভিনেত্রী। রাজকন্যার কোঁকড়া চুলে ছিল ফুলের সাজ।

এদিন দক্ষিণ কলকাতার বিখ্যাত ক্লাবে বসেছিল ‘আদৃশাম্বি’-র বৌভাতের আসর। স্বামীর হাত ধরে হলে প্রবেশ করেন অভিনেত্রী কৌশাম্বি। নায়কের দিক থেকে চোখ সরছিল না তাঁর। কাঁধে মাথা রেখে আদুরে ভঙ্গিতে দাঁড়ালেন নববধূ। ভিডিও প্রকাশ্যে আসতে অনুরাগীরা প্রশংসায় ভাসিয়েছেন‌ তাঁদের পছন্দের জুটিকে। “সারা জীবন এভাবেই হাত ধরে থেকো…” লিখেছেন তারা।

আরো পড়ুন  Srabanti Chatterjee: "আমার প্রেম, ভালবাসা সবটাই…" জিতুর সঙ্গে পরকীয়ায় জড়িয়েছেন শ্রাবন্তী? অভিনেত্রী বললেন…

‘মিঠাই’ ধারাবাহিকের নায়ক আদৃত ও তাঁর পর্দার দিদিয়া প্রায় বছর দেড়েকের প্রেম সেরেছেন চুপি চুপি। ‌নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি তাঁরা। মিঠাই শেষ হতে বড় পর্দার কাজ নিয়ে ব্যস্ত হয়ে যান আদৃত। চরিত্রের প্রয়োজনই মাথায় রেখেছেন ঝাঁকড়া চুল। শীঘ্রই আসছে তার নতুন প্রজেক্ট। অভিনেতা জানিয়েছিলেন, হয়তো আর কিছুদিন পর ছোটপর্দায় ফিরবেন তিনি। আপাতত তিনি বিয়ের মুডে রয়েছেন। অন্যদিকে মিঠাই শেষ হতে ‘ফুলকি’ ধারাবাহিককে অভিনয় করছেন কৌশাম্বি। পর্দায় ‘ফুলকি’-র পারমিতা তিনি। সাপোর্টিং জা পারমিতা এবার নিজেই নববধূ। আদৃতর হাত ধরে শুরু হলো তাঁর নতুন জীবনের জয়যাত্রা।

বিনোদন, টেলিভিশন, লাইফস্টাইল, ট্রাভেল, ব্যবসা, টেকনোলজি, শিক্ষা, কর্মসংস্থান সংক্রান্ত আরও খবর পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।