সাতকাহন প্লাস নিউজ ডেস্ক: বর্তমানে তিনি টলি (Tollywood) ডিভা। টেলিভিশনের (Telivision) কাজ সেরে সদ্য বড়পর্দায় অভিষেক হয়েছে তাঁর। তিনি অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)। একসময় জি বাংলার (Zee Bangla) ‘মিঠাই’ (Mithai) ধারাবাহিকের কেন্দ্রবিন্দু ছিলেন তিনি। আজও তাঁকে সবাই এক ডাকে মিঠাই (Mithai) বলেই চেনে। তবে দেবের (Dev) সঙ্গে কাজ করে তাঁর এখন নতুন নাম রুমি। তবে সেই নাম মানতে নারাজ অনুরাগীরা। এখনো সৌমি (Soumitrisha Kundu) সকলের কাছে প্রিয় মিঠাই (Mithai)। সবার মতো দোল পূর্ণিমা মিঠাই-এর কাছেও বিশেষ প্রিয় উৎসব। তবে দোলের দিন (Dol Utsav 2024) মোটেও বাড়ি থেকে বের হন না অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)।
সবাই জানেন অভিনেত্রী সৌমিতৃষা কৃষ্ণভক্ত। ভক্তিতে শান্তি খুঁজে নেন অভিনেত্রী। ধারাবাহিকেও গোপালের ভক্ত ছিলেন মিঠাই রানি। বাস্তবের সৌমি ও কৃষ্ণভক্তিতে নিবেদিত প্রাণ। দোল পূর্ণিমার দিন টলিউডের সবারই কমবেশি প্ল্যান থাকে। এদিক ওদিক চলে পার্টি। তবে সৌমিতৃষার এইসব থেকে ব্যবধান রেখেই চলেন। এর আগেও অভিনেত্রী জানিয়েছিলেন, খুব কাছের মানুষ না হলে পার্টিতে সেভাবে যান না তিনি। লোকজন পার্টি থেকে একটু দূরেই থাকেন অভিনেত্রী। ভালোবাসেন ঘরোয়া ভাবে উৎসব উদযাপন করতে। দোল পূর্ণিমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। দোল, হোলিতে ঘর থেকে বের হন না মিঠাই রানি। ছোটবেলা থেকে এই নিয়মেই তিনি বড় হয়েছেন। আজও বাধ্য মেয়ের মত সেই নিয়ম মনে প্রাণে মেনে চলেন সৌমি।
কৃষ্ণভক্ত সৌমিতৃষা জানান, “আমার কাছে দোল মানেই শুধু কৃষ্ণ আর কৃষ্ণ।” অভিনেত্রীর বাড়িতে ছোটবেলা থেকেই তিথি মেনে রাধামাধবের পূজো হয়। পুজোতে ভক্তি ভরে উপস্থিত থাকেন মিঠাই। বাড়িতে সবার সাথে দোল খেললেও বাইরে বেরিয়ে দোল হোলি উদযাপনে বরাবরই পরিবারের বিধিনিষেধ ছিল। কিন্তু কেন এই নিষেধ তা সঠিকভাবে জানেন না সৌমিতৃষা। টলিউডের নামকরা অভিনেত্রী হলেও পরিবারের কথা মেনে চলেন বাধ্য মেয়েটি। সংবাদ মাধ্যমের কাছে সৌমিতৃষার জবাব, “আসলে যত বড়ই হয়ে যাই না কেন, পারিবারিক কিছু মূল্যবোধ রয়েছে, যা মেনে চলি। আর এখনও তো তাঁদের বাড়িতেই থাকি, তাই ওঁদের কথা শুনি চলি।’’
দোল উৎসব সবার বাড়িতেই কমবেশি রান্নাবান্না হয়। সৌমিতৃষার ক্ষেত্রেও তা ব্যতিক্রম নয়। তিনি জানান, অভিনেত্রীর বাড়িতেও এদিন নানান পদ রান্না হয়। তবে সবই নিরামিষ। আমিষ রান্না হয় না এই দিন। অতএব বলাই বাহুল্য, ঘরোয়া ভাবেই দোল উৎসবে আনন্দ করবেন মিঠাই রানি। এদিন মনে সুপ্ত ইচ্ছাও প্রকাশ করলেন মিঠাই। অভিনেত্রী জানান, তাঁর ইচ্ছে আছে বৃন্দাবনে বাড়ি কেনার। গত বছরই বৃন্দাবন ঘুরে এসেছেন তিনি। খুব শীঘ্রই দীক্ষিত হওয়ার ইচ্ছে রয়েছে তাঁর।
বড়পর্দায় কাজের পর আপাতত একটু বিশ্রামে রয়েছেন অভিনেত্রী সৌমিতৃষা। ধারাবাহিককে ফিরবেন নাকি নতুন ছবিতে? সে বিষয়ে মুখ খুলতে নারাজ টলি ডিভা। অভিনেত্রী সাফ জবাব, নতুন কোন কাজের কথা স্থির হলে, সবার আগে তিনিই জানাবেন সবাইকে।
বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।