Follow Satkahan Plus at Google News
গুগল নিউজে আমাদের পড়ুন


সাতকাহন প্লাস নিউজ ডেস্ক: সাড়ে ছয় বছরের সম্পর্কে স্বীকৃতি। দীর্ঘদিনের প্রেমিক পরিচালক রাতুল মুখার্জির (Ratool Mujherjee) হাত ধরে নতুন জীবন শুরু করলেন টলিউড অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র (Rupanjana Mitra)। কিছুদিন আগেই বিয়ের ঘোষণা করেছিলেন অভিনেত্রী। গতকাল নিউটাউনের বিলাসবহুল ব্যাঙ্কোয়েটে চার হাত এক হল রাতুল-রূপাঞ্জনার (Ratool-Rupanjana)। রাতুলের হাত থেকে সিঁদুর পরে লজ্জায় লাল হয়ে গেলেন অভিনেত্রী রূপাঞ্জনা (Rupanjana Mitra)। ছেলের রিয়ানকে কোলে বসিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন তিনি।

টলিউডের পরিচিত মুখ অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। একাধিক ধারাবাহিকে তাঁর সুদক্ষ অভিনয় নজর কেড়েছে দর্শকদের। বহু খ্যাতনামা অভিনেতা দের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছে রূপাঞ্জনাকে। অভিনয় জগতের জনপ্রিয় অভিনেত্রী বাস্তব জীবনে অত্যন্ত স্পষ্টবাদী। জীবনের নানান চড়াই উতরাই পার করেছেন একার জেদে। এর আগেও ভালোবেসে বিয়ে করেছিলেন রূপাঞ্জনা। ভিন্ন ধর্মে সেদিন এক হয়ে গিয়েছিল চার হাত। রেজাউল হককে বিয়ে করে ঘর বেঁধেছিলেন অভিনেত্রী। ‌তবে সেই বিয়ের স্থায়িত্ব বেশি দিন ছিল না।

রূপাঞ্জনা ও রেজাউলের এক সন্তান রিয়ান। বিচ্ছেদের পর সন্তানই একমাত্র অবলম্বন হয়ে দাঁড়িয়েছিল রূপাঞ্জনার।‌ তাঁকে ঘিরেই বেঁচে থাকা, তাঁকে ঘিরেই স্বপ্ন দেখা। একই সঙ্গে চলছিল টিভি স্ক্রিনে ব্যস্ততা, একের পর এক ধারাবাহিকে নতুন চরিত্রে আগমন। তবে এরই মাঝে জীবনে এলো বদল। রূপাঞ্জনার জীবনে আগমন ঘটল রাতুল মুখার্জির। চলচ্চিত্র পরিচালক রাতুল অল্প দিনের মধ্যেই আপন করে নিলেন রিয়ান ও রূপাঞ্জনাকে। প্রথম আলাপের তিন দিনের মধ্যে একে অপরকে প্রপোজ করেছিলেন দম্পতি। এরপর একসঙ্গে হাতে হাত ধরে পথ চলা শুরু।

আরো পড়ুন  Yash-Nusrat: ম্যাচিং গোলাপি পোশাকে 'সোহাগ চাঁদ' যশ-নুসরত! ঈদে ডায়েট ভুলে রাঁধলেন বিরিয়ানি, মোগলাই খানা…

ধীরে ধীরে রিয়ানের বন্ধু হয়ে ওঠেন রাতুল। পড়াশোনায় সাহায্য থেকে ব্যক্তিগত জীবন, রূপাঞ্জনার সন্তান রিয়ানের একাধারে বন্ধু ও বাবা হয়ে ওঠেন রাতুল মুখার্জী। প্রথাগত ভাবে বিয়ে না করলেও অনেকদিন ধরেই লিভ ইন সম্পর্কে ছিলেন রাতুল ও রুপাঞ্জনা। ততদিনে‌ রিয়ানের খুব কাছের মানুষ হয়ে উঠেছেন রাতুল। রাতুলকে ভালোবেসে ‘চ্যাম্প’ বলে ডাকেন রিয়ান।

এরই মাঝে কেটে গেল প্রায় সাড়ে ছয় বছর। ‌নতুন করে জীবন শুরু করার স্বপ্ন দেখলেন রূপাঞ্জনা। সময় করে ছেলের সঙ্গে কথা বললেন তিনি। এই সম্পর্কে পূর্ণ মত তাঁর ছেলে রিয়ানের। গত বছর মিরিকে বাগদান সারলেন রূপাঞ্জনা ও রাতুল। ছেলেকে সাক্ষী রেখেই আংটি বদল করেছিলেন অভিনেত্রী। আংটি বদলের বছর খানেকের মধ্যে বিয়ের পিঁড়িতে রাতুল-রূপাঞ্জনা। সামাজিকভাবে সমস্ত রীতি মেনে সাত পাকে ঘুরলেন নব দম্পতি।

তবে চলার পথটা এতটা সহজ ছিল না।‌ দুজনের লাভ লাইফে ম্যাজিকের চাইতে লজিকটাই বাস্তব হয়ে দাঁড়ায়। নিজের চেয়ে ছয় বছরের ছোট সঙ্গী রাতুলের সঙ্গে বিয়ে করেছেন ‌রূপাঞ্জনা। বয়সে ছোট সঙ্গীর সঙ্গে এক হওয়ার সিদ্ধান্তে হাজারো কথা শুনতে হয়েছিল দুজনকে। কটুক্তি ধেয়ে এসেছিল বিভিন্নভাবে। তবে এসবে কান দেননি দুজনেই।‌ নিজেদের সিদ্ধান্তে অনড় ছিলেন। পাশে ছিল রূপাঞ্জনার একমাত্র ছেলে রিয়ান। এই বিয়ে তাঁর মতেই হয়েছে। ‘আর আর আর’ তথা রাতুল, রিয়ান ও রুপাঞ্জনা শহর‌ কলকাতার বুকে নতুন করে অধ্যায় শুরু করলেন।

বিয়ের দিন প্রথাগতভাবে বেনারসি শাড়ি, মাথায় ওড়না, মানানসই গয়না ও‌ মুকুটে সেজেছিলেন রূপাঞ্জনা। বরের বেশে রাতুল বাঙালি মতে ধুতি পাঞ্জাবিতেই সাজেন। নবদম্পতির শুভ মিলন পর্বে উপস্থিত হয়েছিলেন টলিউডের অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা। তারকা সমাবেশ ঘটে নিউ টাউনে। রাতুলের হাত থেকে সিঁদুর পরে লজ্জায় লাল অভিনেত্রী। ছেলেকে কোলে‌ বসিয়ে সারলেন বিবাহের নিয়ম। নতুন করে অধ্যায় শুরু করে খুশি তাঁরা তিনজনেই। নবদম্পতির উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন সকলে।

আরো পড়ুন  Adrit-Kaushambi Marriage: "আর কিছুক্ষণ…" বিয়ের মুডে আদৃত-কৌশাম্বি! তারকা জুটির ছবি ঘুরছে সোশ্যাল মিডিয়ায়

বিনোদন, টেলিভিশন, লাইফস্টাইল, ট্রাভেল, ব্যবসা, টেকনোলজি, শিক্ষা, কর্মসংস্থান সংক্রান্ত আরও খবর পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

বাংলার খবর, বাঙালির খবর। আমরা আপনাদের কাছে দ্রুত খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর।